App Cab Driver: ট্রলি ব্যাগে দেহ পুরছে, অ্যাপ ক্যাব বুক করছে তা লোপাট করতে, রাতবিরেতে বুকিংয়ে আতঙ্কে কাঁপছে গাড়ি চালকেরা, কী করবেন তাঁরা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
App Cab Driver: মধ্যমগ্রামের পর ঘোলা, যাত্রী নিয়ে বিপদে, আতঙ্কে শহরের ক্যাব চালকরা
উত্তর ২৪ পরগনা: প্রথমে মধ্যমগ্রাম, তারপর ঘোলা- পরপর দুটি ঘটনায় মৃতদেহ পাচারের কাজে ব্যবহৃত হল অ্যাপ ক্যাব! ঘটনায় আতঙ্কিত শহরের একাংশের ক্যাব চালকরা। রাতবিরেতে কিংবা প্রয়োজনে শহর থেকে শহরতলির নানা প্রান্তে যাত্রী পরিবহন করাই পেশা তাঁদের। সামান্য উপার্জনের জন্য যাত্রী তুলতে হয়, কিন্তু যাত্রীদের সঙ্গে কী রয়েছে তা জানার সুযোগ থাকে না চালকদের।
advertisement
কোনওরকম সন্দেহ হলে, পরিচয়পত্র দেখতে চাইলেও অনেকে তা দেখাতে চান না। কেউ কেউ আবার অধিকারের প্রশ্ন তুলে চালকদের অপমানও করে থাকেন। অনেক ক্ষেত্রে ঝঞ্ঝাট এড়াতে চালকরাও মুখ বুঝে সহ্য করে নেন যাত্রীদের নানা অন্যায়। কিন্তু সামান্য উপার্জনের আশায় যাত্রী তুলতে গিয়ে এখন পুলিশি ঝামেলায় পড়ার আশঙ্কায় ভুগছেন শহরের অ্যাপ ক্যাব চালকরা।
advertisement
advertisement
তার রেশ কাটতে না কাটতেই, আবারও ঘোলা থানা এলাকায় কল্যাণী এক্সপ্রেস ওয়েতে রাতের অন্ধকারে নির্জন জায়গায় অ্যাপ ক্যাব ভাড়া করা যাত্রীরা ভারী ট্রলি ব্যাগ নামাতে গিয়েই ক্যাব চালকের বিচক্ষণতায় ধরা পড়ে দুই ভিন রাজ্যের যুবক। দুই ঘটনাতেই দীর্ঘ সময় তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতেই কিছুটা হলেও হয়রানির শিকার হতে হয় এই অ্যাপ ক্যাব ড্রাইভারদের। বারবার এই ধরনের ঘটনা ঘটায় এখন যাত্রী পরিষেবার ক্ষেত্রে, নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে জেলার ক্যাব চালকরা চাইছেন, শহরের নিরাপত্তা বাড়ানো হোক এবং চালকদের সুরক্ষার বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হোক।
advertisement
বিভিন্ন গাড়ি চালক সংগঠনও এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোখা সম্ভব হয়। নির্দোষ চালকদের যাতে অযথা হয়রানি শিকার হতে না হয় সে বিষয়টিও দেখা হচ্ছে অ্যাপ ক্যাব চালক সংগঠনের তরফে। যাত্রীদের এহেন অপরাধমূলক চিন্তাভাবনায় রাতবিরেতে প্রয়োজনে বা চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা অথবা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ক্যাব চালকদের সাহায্য চাইলেও বিপদের আশঙ্কায় পরিষেবা দিতে অস্বীকার করতে পারেন চালকেরা।
advertisement