ইডেনে শ্যুটিং শুরু ' চাকদা এক্সপ্রেস'-এর, ঝুলনের ভূমিকায় অনুষ্কা

Last Updated:
পর্দায় ঝুলন গোস্বামী হিসেবে দেখা যাবে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কাকে
1/5
আজ, ১৭ই অক্টোবর, কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ। জোর প্রস্তুতি ইডেনে। তবে সবটাই সিনেমা। মহিলা ক্রিকেটের ম্যাচ বলে কথা! আর খেলবেন অনুষ্কা শর্মা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গিয়েছে রবিবার বিকেলে অনুষ্কাকে। (ছবি: ঈরন রায় বর্মন)
আজ, ১৭ই অক্টোবর, কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ। জোর প্রস্তুতি ইডেনে। তবে সবটাই সিনেমা। মহিলা ক্রিকেটের ম্যাচ বলে কথা! আর খেলবেন অনুষ্কা শর্মা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গিয়েছে রবিবার বিকেলে অনুষ্কাকে। (ছবি: ঈরন রায় বর্মন)
advertisement
2/5
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ের জন্য একটি ক্রিকেট ম্যাচ ইডেনে আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর শ্যুটিংয়ের জন্য একটি ক্রিকেট ম্যাচ ইডেনে আয়োজন করা হয়েছে।
advertisement
3/5
পর্দায় ঝুলন গোস্বামী হিসেবে দেখা যাবে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কাকে।
পর্দায় ঝুলন গোস্বামী হিসেবে দেখা যাবে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কাকে।
advertisement
4/5
বায়োপিকের শ্যুটিংয়ের খানিক অংশ অনুষ্কা অন্তঃসত্ত্বা হওয়ার আগেই সারা হয়ে গিয়েছিল। তখনও একবার ইডেনে এসেছিলেন বলি তারকা। উপস্থিত ছিলেন ঝুলনও। তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছিল তখন।
বায়োপিকের শ্যুটিংয়ের খানিক অংশ অনুষ্কা অন্তঃসত্ত্বা হওয়ার আগেই সারা হয়ে গিয়েছিল। তখনও একবার ইডেনে এসেছিলেন বলি তারকা। উপস্থিত ছিলেন ঝুলনও। তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছিল তখন।
advertisement
5/5
এ বার বাকি অংশ শ্যুট চলছে। তবে আপাতত ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি অনুষ্কা নন। একই লুক, একই চুল, একই হাঁটার ভঙ্গিতে ডামি। তবে কে তিনি? ঝুলন? অনুষ্কা? না অন্য কেউ? গুলিয়ে ফেলবেন।
এ বার বাকি অংশ শ্যুট চলছে। তবে আপাতত ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি অনুষ্কা নন। একই লুক, একই চুল, একই হাঁটার ভঙ্গিতে ডামি। তবে কে তিনি? ঝুলন? অনুষ্কা? না অন্য কেউ? গুলিয়ে ফেলবেন।
advertisement
advertisement
advertisement