Alipore Weather: শনিবারে তীব্র দহনে পুড়ল বাঁকুড়া থেকে কলকাতা! কোথায় পারদ উঠল কত? দেখে নিন এক ঝলকে

Last Updated:
সতর্কতা ছিল সেই মতোই শনিবারেও তীব্র দহনে পুড়ল দক্ষিণবঙ্গ। কিন্তু, ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারল না পারদ। ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসে থেমে গেল বাঁকুড়ার তাপমাত্রা। তবে বাঁকুড়া সহ চার জেলাতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘর ছুঁয়েছে। রবিবার ৪০ ডিগ্রির উপরে উঠতে পারে পারদ। অনুমান আবহাওয়াবিদদের।
1/5
বাংলার আবহাওয়া: তাপপ্রবাহের কবলে বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। রবিবার এর সঙ্গে যোগ হবে পুরুলিয়া জেলা। পরশু সোমবার ওই ৬ জেলায় তাপপ্রবাহ বহাল থাকার আশঙ্কা।
সতর্কতা ছিল সেই মতোই শনিবারেও তীব্র দহনে পুড়ল দক্ষিণবঙ্গ। কিন্তু, ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারল না পারদ। ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসে থেমে গেল বাঁকুড়ার তাপমাত্রা। তবে বাঁকুড়া সহ চার জেলাতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘর ছুঁয়েছে। রবিবার ৪০ ডিগ্রির উপরে উঠতে পারে পারদ। অনুমান আবহাওয়াবিদদের।এদিনের সর্বোচ্চ তাপমাত্রা।৩৯° সেলসিয়াস এর ঘরে চার জেলার তাপমাত্রা।বাঁকুড়া ৩৯.৯°পুরুলিয়া ৩৯.৭°আসানসোল(পশ্চিম বর্ধমান) ৩৯.৩°সিউড়ি (বীরভূম) ৩৯°
advertisement
2/5
 ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে তাপমাত্রা আরও বেশ কিছু জেলায়।<br />পানাগড়(পশ্চিম বর্ধমান) ৩৮.৮°<br />বর্ধমান শহর (পূর্ব বর্ধমান)৩৮°<br />ঝাড়গ্রাম ৩৭.৫°<br />শ্রীনিকেতন ৩৭°<br />কলাইকুন্ডা ৩৬.৬°<br />ব্যারাকপুর ৩৬.৪°<br />কৃষ্ণনগর ৩৬.২°<br />মেদিনীপুর ৩৬°<br />কাঁথি ৩৬°<br />মগড়া ৩৬°
৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে তাপমাত্রা আরও বেশ কিছু জেলায়।পানাগড়(পশ্চিম বর্ধমান) ৩৮.৮°বর্ধমান শহর (পূর্ব বর্ধমান)৩৮°ঝাড়গ্রাম ৩৭.৫°শ্রীনিকেতন ৩৭°কলাইকুন্ডা ৩৬.৬°ব্যারাকপুর ৩৬.৪°কৃষ্ণনগর ৩৬.২°মেদিনীপুর ৩৬°কাঁথি ৩৬°মগড়া ৩৬°
advertisement
3/5
চলতি সপ্তাহে ১৫ মার্চ থেকে তাপপ্রবাহের সর্তকতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
ডায়মন্ড হারবার ৩৫.৫°হলদিয়া ৩৫.৫°দমদম ৩৫°ক্যানিং ৩৫°উলুবেরিয়া ৩৪.৫°সল্টলেক ৩৪°দীঘা ৩৩.৮°আলিপুর কলকাতা ৩৩.৭°সাগরদ্বীপ ৩২°
advertisement
4/5
উইকেন্ডে দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে তাপপ্রবাহ চলবে।
উত্তরবঙ্গেও নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। দার্জিলিংয়ে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা।মালদা ৩৬.৪°দার্জিলিং ১৭.৮°কোচবিহার ২৭.৯°জলপাইগুড়ি ৩০.৮°
advertisement
5/5
weather 4
আলিপুরদুয়ার ৩০°কালিম্পং ১৯°বাগডোগরা ৩০.৯°বালুরঘাট ৩২°
advertisement
advertisement
advertisement