Jalpaiguri News: সন্ধ্যা নামতেই অলিগলি থেকে ভেসে আসছে ‘অশরীরীর কান্না’! এ কী অবস্থা জলপাইগুড়ির! সকলে ভয়ে কাঁটা!
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Jalpaiguri News: কালীপুজো ঘিরে ভূতের দাপটে জমজমাট জলপাইগুড়ি! অলিতে-গলিতে চলছে ভূতের রিহার্সাল, ক্লাবগুলির থিম ‘ভূত মহল’। ভয়ংকর মেকআপ, হরর সেট, আর ভূতের কুঠিরে গা ছমছমে অভিজ্ঞতা—সব মিলিয়ে পুজোর আনন্দে এক অন্যরকম ভৌতিক ছোঁয়া!
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভূতে ভূতে ছয়লাপ জলপাইগুড়ি! অন্ধকার নামলেই তাদের আনাগোনা বাড়ছে জলপাইগুড়ির অলিতেগলিতে। কালীপুজোর আগে রিহার্সালে ব্যস্ত পাড়ার ‘ভূতেরা’। কোথাও কর্শিয়াংয়ের ডাউ হিল, কোথাও আবার ভূতের মহল! কালীপুজো এগিয়ে আসতেই জলপাইগুড়ি শহরের অলিগলিতে শুরু হয়েছে এক অন্যরকম প্রস্তুতি ভূতের রাজত্বের! পাড়ার সাত থেকে সতেরো বছরের ছেলেমেয়েরা এখন নাওয়া-খাওয়া ভুলে ভূতের রিহার্সালে মেতে উঠেছে।
নেতাজিপাড়া, ইন্দিরা কলোনি, ভগৎ সিং কলোনি থেকে শুরু করে ডেঙ্গুয়াঝাড়, যে দিকেই চোখ ফেরানো যায়, সেখানেই চলছে ভয় দেখানোর প্র্যাকটিস। কেউ শ্মশানের ভূত, কেউ আবার সাহেব ভূতের ভূমিকায়। মেকআপ আর কস্টিউমে এমন সাজ যে নিজের পরিবারের লোকও চিনতে পারবেন না সহজে!ক্লাবগুলির এবারের কমন থিম ‘ভূত মহল’। দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে গা ছমছমে “ভূতের কুটীর”, যেখানে একের পর এক ঘরে রয়েছে ভূতের ভুলভুলাইয়া। ঘন অন্ধকার, কুয়াশার এফেক্ট আর সাউন্ডের দাপটে তৈরি হচ্ছে একেবারে হরর সিনেমার মতো গায়ে কাঁটা দেওয়া পরিবেশ।
advertisement
আরও পড়ুন : দীপাবলির আগে কাঁসারিপাড়ার পালিশঘরে ব্যস্ততা তুঙ্গে! বাবার কাজের চাপ কমাতে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন মেয়ে
স্থানীয় ক্লাব সদস্যদেরই হাতে কস্টিউম আর সেট ডিজাইনের দায়িত্ব। নিজেদের হাতে বানানো মেকআপ, ভাঙা দেয়ালের রঙ, মোমবাতির আলো-সব মিলিয়ে যেন বাস্তবের মধ্যেই অলৌকিকের ছোঁয়া। সন্ধ্যা নামলেই রিহার্সালে ভিড় জমায় পাড়ার মানুষও। কেউ সাজেশন দেন, কেউ আবার শুধু মজা দেখেন। দর্শনার্থীরা যেন প্রস্তুত থাকেন, কারণ কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত জলপাইগুড়ির পথেঘাটে দেখা মিলতে পারে শ্মশানের ভূত বা ঝুলন পেত্নীর!
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2025 11:52 PM IST









