Vastu Tips-Money: এই ৪ গাছেই লুকিয়ে রহস্য, কোটিপতিদের বাড়িতেও থাকে এই গাছ! চুম্বকের মতো টানে টাকা

Last Updated:
Vastu Tips-Money: ঘরে আর্থিক সচ্ছলতা দেখা দেয়। কলা গাছটি বাড়ির উত্তর দিকে রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার গাছের নীচে প্রদীপ জ্বালাতে হবে!
1/7
বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিককে বলা হয় ধনকুবেরের দিক। এইদিকে বিশেষ কিছু গাছ লাগালে বাড়িতে বা পরিবারে অর্থের অভাব হয় না! আয় বাড়ে। হয় উন্নতি! বলছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিককে বলা হয় ধনকুবেরের দিক। এইদিকে বিশেষ কিছু গাছ লাগালে বাড়িতে বা পরিবারে অর্থের অভাব হয় না! আয় বাড়ে। হয় উন্নতি! বলছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
advertisement
2/7
এমন গাছের নাম বলতে হলে প্রথমেই আসে মানি প্লান্টের নাম! উত্তর দিকে মুখ করে জল সহ একটি স্বচ্ছ কাচের পাত্রে এই গাছটি রাখুন। এই গাছ চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। মনে রাখবেন গাছের পাতা শুকিয়ে গেলে কিন্তু গাছটি বদলে ফেলতে হবে!
এমন গাছের নাম বলতে হলে প্রথমেই আসে মানি প্লান্টের নাম! উত্তর দিকে মুখ করে জল সহ একটি স্বচ্ছ কাচের পাত্রে এই গাছটি রাখুন। এই গাছ চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। মনে রাখবেন গাছের পাতা শুকিয়ে গেলে কিন্তু গাছটি বদলে ফেলতে হবে!
advertisement
3/7
বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখুন৷ নোংরা হাত বা কাপড় দিয়ে এই গাছ স্পর্শ করবেন না! তুলসী গাছ সংলগ্ন অংশ সবসময় পরিষ্কার রাখতে হবে। মা লক্ষ্মীর কৃপায় কখনও অর্থের অভাব হবে না!
বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখুন৷ নোংরা হাত বা কাপড় দিয়ে এই গাছ স্পর্শ করবেন না! তুলসী গাছ সংলগ্ন অংশ সবসময় পরিষ্কার রাখতে হবে। মা লক্ষ্মীর কৃপায় কখনও অর্থের অভাব হবে না!
advertisement
4/7
বাড়ির উত্তর দিকে বাঁশের চারা রাখুন! ঘর ও সংসারকে রক্ষা করে এই গাছ! সকল প্রকার অশুভ প্রভাব থেকে পরিবারকে বাঁচায়৷ এই গাছ ঘরে থাকলে আনন্দ এবং শান্তি বিরাজ করে সেই সংসারে৷
বাড়ির উত্তর দিকে বাঁশের চারা রাখুন! ঘর ও সংসারকে রক্ষা করে এই গাছ! সকল প্রকার অশুভ প্রভাব থেকে পরিবারকে বাঁচায়৷ এই গাছ ঘরে থাকলে আনন্দ এবং শান্তি বিরাজ করে সেই সংসারে৷
advertisement
5/7
বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে যথাযথভাবে গাছটির পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়। শুধু তাই নয়, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপরে থাকে।
বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে যথাযথভাবে গাছটির পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়। শুধু তাই নয়, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপরে থাকে।
advertisement
6/7
ঘরে আর্থিক সচ্ছলতা দেখা দেয়। কলা গাছটি বাড়ির উত্তর দিকে রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার গাছের নীচে প্রদীপ জ্বালাতে হবে!
ঘরে আর্থিক সচ্ছলতা দেখা দেয়। কলা গাছটি বাড়ির উত্তর দিকে রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার গাছের নীচে প্রদীপ জ্বালাতে হবে!
advertisement
7/7
(Disclaimer: এই নিবন্ধটি শুধুমাত্র জনসাধারণের বিশ্বাস এবং ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এই সমস্ত তথ্য যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিষয়টি মানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)
(Disclaimer: এই নিবন্ধটি শুধুমাত্র জনসাধারণের বিশ্বাস এবং ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এই সমস্ত তথ্য যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিষয়টি মানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)
advertisement
advertisement
advertisement