Sikkim Travel Plan: বরফের চাদরে মোড়া নর্থ সিকিম যেন স্বপ্নসুন্দর, সুইৎজারল্যান্ডের থেকে কোনও অংশে কম না! ঘুরে আসুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Sikkim Travel Plan: নর্থ সিকিম শীতে এক অসাধারণ গন্তব্য। পুরো এলাকা বরফে ঢাকা থাকে, যা সুইৎজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম নয়। জানুন বেড়ানোর খুঁটিনাটি।
advertisement
advertisement
advertisement
advertisement
নর্থসিকিম মানেই গুরুদংমার লেক-১৭,১০০ ফুট উচ্চতায় বরফে ঢাকা এই লেক শীতকালে জমে যায়। রয়েছে জিরো পয়েন্ট-১৫,৩০০ ফুট উচ্চতায় বরফে মোড়া অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ইয়ামথাং ভ্যালি- ফুলের উপত্যকা, শীতে বরফাচ্ছন্ন হয়ে যায়। থাঙ্গু ভ্যালি- শীতকালে তুষারে ঢাকা অপূর্ব উপত্যকা। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে সিকিমে
advertisement
নর্থ সিকিম ঘুরতে এলে সাধারণত ২ রাত ৩ দিনের প্যাকেজই যথেষ্ট। প্রথম দিন, গ্যাংটক থেকে লাচেন।দ্বিতীয় দিন, গুরুদংমার লেক ভ্রমণ এবং লাচুংয়ে রাত যাপন।তৃতীয় দিন, ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট ভ্রমণ করে গ্যাংটক ফেরা। আর এই ট্যুরের জন্য খরচা হতে পারে মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। শীতে নর্থ সিকিম হয়ে ওঠে বরফ সুন্দরী। তাই সঠিক পরিকল্পনা শুরু করুন এখন থেকেই।.
advertisement









