দুইজনই কালিম্পংয়ের বাসিন্দা বলে সূত্রের খবর। বেলাকোবা বনদপদফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন শিলিগুড়ির নৌকাঘাট হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্যাঙ্গোলিন সহ দুইজনকে গ্রেফতার করে ও একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)