IPL 2021: সাত বছর পর বোলিং করলেন রোহিত শর্মা, বিশেষ জুতো পরেও পা মচকাল

Last Updated:
বোলিং করতে এসেই তাঁর বাঁ পা মচকাল।
1/5
সাত বছর পর আবার তিনি আইপিএলে বোলিং করলেন। ২০১৪ সালে শেষবার রোহিত শর্মা আরসিবির বিরুদ্ধে এক ওভার বোলি করেছিলেন। দিয়েছিলেন ৬ রান। এদিন তাঁর ওভারের প্রথম বল শাকিব আল হাসানের ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে ছুটল। বাকি পাঁচ বলে হল পাঁচ রান।
সাত বছর পর আবার তিনি আইপিএলে বোলিং করলেন। ২০১৪ সালে শেষবার রোহিত শর্মা আরসিবির বিরুদ্ধে এক ওভার বোলি করেছিলেন। দিয়েছিলেন ৬ রান। এদিন তাঁর ওভারের প্রথম বল শাকিব আল হাসানের ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে ছুটল। বাকি পাঁচ বলে হল পাঁচ রান।
advertisement
2/5
এমনিতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে মাঝেমধ্যে বোলিং করেন রোহিত। তবে ম্যাচে এখন তাঁকে স্রেফ ব্যাটিং করতেই দেখা যায়। সেই তিনি কেকেআরের বিরুদ্ধে এক ওভার বোলিং করলেন। তবে শুরুটা ভাল হল না। বোলিং করতে এসেই তাঁর বাঁ পা মচকাল।
এমনিতে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে মাঝেমধ্যে বোলিং করেন রোহিত। তবে ম্যাচে এখন তাঁকে স্রেফ ব্যাটিং করতেই দেখা যায়। সেই তিনি কেকেআরের বিরুদ্ধে এক ওভার বোলিং করলেন। তবে শুরুটা ভাল হল না। বোলিং করতে এসেই তাঁর বাঁ পা মচকাল।
advertisement
3/5
আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে সব থেকে ভাল রেকর্ড ছিল রোহিতের। ছয় রান দিয়ে তিনি চার উইকেট তুলেছিলেন তিনি। এক দশক পর সেই রেকর্ড ভেঙেছেন হর্ষল প্যাটেল ও আন্দ্রে রাসেল। আসলে ডেকান চার্জার্সের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট পার্ট টাইম স্পিনার হিসাবে রোহিতকে ব্যবহার করতেন। তবে মুম্বইয়ের হয়ে খেলার পর থেকে রোহিতকে তেমন আর বোলিং করতে দেখা যায়নি।
আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে সব থেকে ভাল রেকর্ড ছিল রোহিতের। ছয় রান দিয়ে তিনি চার উইকেট তুলেছিলেন তিনি। এক দশক পর সেই রেকর্ড ভেঙেছেন হর্ষল প্যাটেল ও আন্দ্রে রাসেল। আসলে ডেকান চার্জার্সের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট পার্ট টাইম স্পিনার হিসাবে রোহিতকে ব্যবহার করতেন। তবে মুম্বইয়ের হয়ে খেলার পর থেকে রোহিতকে তেমন আর বোলিং করতে দেখা যায়নি।
advertisement
4/5
প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধেও বিশেষ জুতো পরে নেমেছিলেন হিটম্যান। সেই জুতোতে ছিল গন্ডারের ছবি। আসলে গন্ডার সংরক্ষণের বার্তা দিয়েছিলেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও বিশেষ জুতো পরেই নামলেন রোহিত। তবুও বোলিং করেত গিয়ে তাঁর পা মচকাল।
প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধেও বিশেষ জুতো পরে নেমেছিলেন হিটম্যান। সেই জুতোতে ছিল গন্ডারের ছবি। আসলে গন্ডার সংরক্ষণের বার্তা দিয়েছিলেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও বিশেষ জুতো পরেই নামলেন রোহিত। তবুও বোলিং করেত গিয়ে তাঁর পা মচকাল।
advertisement
5/5
রোহিতের জুতোয় প্লাস্টিকমুক্ত সমুদ্রের বার্তা ছিল। সেইসঙ্গে একটি কচ্ছপের ছবিও ছিল জুতো জোড়ায়। রোহিত বহুদিন ধরেই প্রকৃতি, বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দিচ্ছেন।
রোহিতের জুতোয় প্লাস্টিকমুক্ত সমুদ্রের বার্তা ছিল। সেইসঙ্গে একটি কচ্ছপের ছবিও ছিল জুতো জোড়ায়। রোহিত বহুদিন ধরেই প্রকৃতি, বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দিচ্ছেন।
advertisement
advertisement
advertisement