IPL 2021-র এক সপ্তাহ কাটলো, সবচেয়ে বড় লাফ দিল কে, পার্পল ও অরেঞ্জ ক্যাপে কাদের রমরমা

Last Updated:
IPL 2021 -র প্রথম সপ্তাহেই জমে উঠছে পয়েন্ট টেবলের (IPL Points Table) সাপ সিঁড়ির খেলা৷
1/6
#: আইপিএল ২০২১ (IPL 2021) শুরু হওয়ার পর প্রথম সপ্তাহ অতিক্রান্ত৷ ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথম ম্যাচ খেলেছিল৷ তারপর থেকে ইতিমধ্যেই সব দলই নিজেদের ২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷  আটটি দলের মধ্যে একমাত্র বিরাট কোহলির অধিনায়কত্বে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও অবধি একটিও ম্যাচ হারেনি৷
#: আইপিএল ২০২১ (IPL 2021) শুরু হওয়ার পর প্রথম সপ্তাহ অতিক্রান্ত৷ ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথম ম্যাচ খেলেছিল৷ তারপর থেকে ইতিমধ্যেই সব দলই নিজেদের ২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ আটটি দলের মধ্যে একমাত্র বিরাট কোহলির অধিনায়কত্বে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও অবধি একটিও ম্যাচ হারেনি৷
advertisement
2/6
এদিকে আজ মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderbad) এমনই একটা দল যারা এখনও অবধি আইপিএল ২০২১ (IPL 2021) একটি ম্যাচও জিতে উঠতে পারেনি৷
এদিকে আজ মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderbad) এমনই একটা দল যারা এখনও অবধি আইপিএল ২০২১ (IPL 2021) একটি ম্যাচও জিতে উঠতে পারেনি৷
advertisement
3/6
IPL Points Table  - এবারের আইপিএলে এখনও অবধি মোট ৮ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ আরসিবি পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব কিংসকে (Punjab Kings)  হারিয়ে ধোনির দল CSK পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷  Mumbai Indians , Delhi Capitals, Rajasthan Royals, KKR , Punjab Kings, Sunriders Hyderbad রয়েছে পরপর ৩ থেকে ৮ নম্বরে৷
IPL Points Table - এবারের আইপিএলে এখনও অবধি মোট ৮ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ আরসিবি পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে ধোনির দল CSK পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ Mumbai Indians , Delhi Capitals, Rajasthan Royals, KKR , Punjab Kings, Sunriders Hyderbad রয়েছে পরপর ৩ থেকে ৮ নম্বরে৷
advertisement
4/6
চেন্নাই সুপার কিংস এ সপ্তাহে সবচেয়ে বড় লাফ দিয়েছে ৷ তারা পয়েন্ট টেবলের একদম শেষ অর্থাৎ অষ্টম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দুরন্ত নেট রানরেটে ভর দিয়ে৷
চেন্নাই সুপার কিংস এ সপ্তাহে সবচেয়ে বড় লাফ দিয়েছে ৷ তারা পয়েন্ট টেবলের একদম শেষ অর্থাৎ অষ্টম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দুরন্ত নেট রানরেটে ভর দিয়ে৷
advertisement
5/6
আইপিএলের ১৪ তম মরশুমে পার্পল ক্যাপ (IPL Purple Cap) ৮ ম্যাচের পর রয়েছেন আরসিবি-র হর্ষল প্যাটেলের কাছে৷ অন্যদিকে ৬ উইকেট নিয়ে দু‘ নম্বরে রয়েছে কেকেআরের আন্দ্রে রাসেল আর তিন নম্বরে দিল্লির আবেশ খান৷
আইপিএলের ১৪ তম মরশুমে পার্পল ক্যাপ (IPL Purple Cap) ৮ ম্যাচের পর রয়েছেন আরসিবি-র হর্ষল প্যাটেলের কাছে৷ অন্যদিকে ৬ উইকেট নিয়ে দু‘ নম্বরে রয়েছে কেকেআরের আন্দ্রে রাসেল আর তিন নম্বরে দিল্লির আবেশ খান৷
advertisement
6/6
আইপিএল অরেঞ্জ ক্যাপ (IPL Oragne Cap)  এই সর্বোচ্চ রানের দৌড়ে এখনও এক নম্বর জায়গা ধরে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রাণা৷ তিনি ২ ম্যাচে ১৩৭ রান করেছেন৷ ২ নম্বরে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন৷ তিন নম্বরে রয়েছেন হায়দরাবাদের মণীশ পান্ডে৷
আইপিএল অরেঞ্জ ক্যাপ (IPL Oragne Cap) এই সর্বোচ্চ রানের দৌড়ে এখনও এক নম্বর জায়গা ধরে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রাণা৷ তিনি ২ ম্যাচে ১৩৭ রান করেছেন৷ ২ নম্বরে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন৷ তিন নম্বরে রয়েছেন হায়দরাবাদের মণীশ পান্ডে৷
advertisement
advertisement
advertisement