IPL 2021-র এক সপ্তাহ কাটলো, সবচেয়ে বড় লাফ দিল কে, পার্পল ও অরেঞ্জ ক্যাপে কাদের রমরমা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021 -র প্রথম সপ্তাহেই জমে উঠছে পয়েন্ট টেবলের (IPL Points Table) সাপ সিঁড়ির খেলা৷
#: আইপিএল ২০২১ (IPL 2021) শুরু হওয়ার পর প্রথম সপ্তাহ অতিক্রান্ত৷ ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথম ম্যাচ খেলেছিল৷ তারপর থেকে ইতিমধ্যেই সব দলই নিজেদের ২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ আটটি দলের মধ্যে একমাত্র বিরাট কোহলির অধিনায়কত্বে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও অবধি একটিও ম্যাচ হারেনি৷
advertisement
advertisement
IPL Points Table - এবারের আইপিএলে এখনও অবধি মোট ৮ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ আরসিবি পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ অন্যদিকে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে ধোনির দল CSK পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ Mumbai Indians , Delhi Capitals, Rajasthan Royals, KKR , Punjab Kings, Sunriders Hyderbad রয়েছে পরপর ৩ থেকে ৮ নম্বরে৷
advertisement
advertisement
advertisement