IPL 2021: আইপিএলে আবার Corona-র থাবা, দিল্লির তারকা পেসার কোভিড পজিটিভ

Last Updated:
তিনি ভারতে আসার পর বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেনটাইনে ছিলেন।
1/5
আইপিএলে ফের করোনার হানা। এবার দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার এনরিচ নোর্জে কোভিড পজিটিভ।
আইপিএলে ফের করোনার হানা। এবার দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার এনরিচ নোর্জে কোভিড পজিটিভ।
advertisement
2/5
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেছে দিল্লি। কিন্তু ওই ম্যাচে নর্জে খেলেননি। তিনি ভারতে আসার পর বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেনটাইনে ছিলেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেছে দিল্লি। কিন্তু ওই ম্যাচে নর্জে খেলেননি। তিনি ভারতে আসার পর বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেনটাইনে ছিলেন।
advertisement
3/5
কোয়ারেন্টাইনে থাকাকালীন নর্জের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এবার তাঁকে আইসোলেশনে থাকতে হবে। গত মঙ্গলবার তিনি মুম্বইতে পৌঁছেছিলেন।
কোয়ারেন্টাইনে থাকাকালীন নর্জের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এবার তাঁকে আইসোলেশনে থাকতে হবে। গত মঙ্গলবার তিনি মুম্বইতে পৌঁছেছিলেন।
advertisement
4/5
নর্জের আগে আইপিএলে নীতিশ কুমার, দেবদত্ত পাড্ডিকল, অক্ষর প্যাটেল ও ড্যানিয়েল সেম্স করোনা পজিটিভ হয়েছিলেন। নর্জের করোনা আক্রান্ত হওয়ার খবর দিল্লির জন্য বড় ধাক্কা। কারণ গতবার দিল্লির ফাইনাল খেলায় নর্জের ভূমিকা ছিল অনেকটাই।
নর্জের আগে আইপিএলে নীতিশ কুমার, দেবদত্ত পাড্ডিকল, অক্ষর প্যাটেল ও ড্যানিয়েল সেম্স করোনা পজিটিভ হয়েছিলেন। নর্জের করোনা আক্রান্ত হওয়ার খবর দিল্লির জন্য বড় ধাক্কা। কারণ গতবার দিল্লির ফাইনাল খেলায় নর্জের ভূমিকা ছিল অনেকটাই।
advertisement
5/5
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার পর কাগিসো রাবাডা ও এনরিচ নোর্জে ৫ এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা হন। ৬ এপ্রিল মুম্বই পৌঁছন। এর পর ১২ এপ্রিল নর্জের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে খবর। তবে রাবাডার রিপোর্ট নেগেটিভ।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার পর কাগিসো রাবাডা ও এনরিচ নোর্জে ৫ এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা হন। ৬ এপ্রিল মুম্বই পৌঁছন। এর পর ১২ এপ্রিল নর্জের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে খবর। তবে রাবাডার রিপোর্ট নেগেটিভ।
advertisement
advertisement
advertisement