করোনাই ভাগ্য ফেরালো মেরু ভালুকের ! ১২ বছর পর মুক্তি সার্কাসের বন্দি জীবন থেকে

Last Updated:
বন্দি দশাতেই কাটছিল ভালুকের জীবন। কিন্তু করোনা ভাইরাস অনেকটা আর্শীবাদ হয়ে এল ওই সাদা ভালুকের জীবনে।
1/5
'আইভেন' কে মনে আছে? বা জানেন ' আইভেন'-এর কথা? 'দ্য ওয়ান এন ওনলি আইভেন' একটি সিনেমা। এবং আইভেনের ওপর লেখা বইও আছে। সত্যি ঘটনা অবলম্বনে বই লেখা হয়। ২৭ বছর ধরে সে একটি শপিং মলে সার্কাস দেখেতো। তাঁকে বন্দি করে রেখেছিল তাঁর মালিক। সেখান থেকে নিজের বুদ্ধিতে মুক্তি পায় আইভেন। সে এক অসাধারণ গল্প। ঠিক তার মতোই ১২ বছর সার্কাসে কাটানোর পর মুক্তি পেল এক পোলার বিয়ার বা সাদা ভালুক।
'আইভেন' কে মনে আছে? বা জানেন ' আইভেন'-এর কথা? 'দ্য ওয়ান এন ওনলি আইভেন' একটি সিনেমা। এবং আইভেনের ওপর লেখা বইও আছে। সত্যি ঘটনা অবলম্বনে বই লেখা হয়। ২৭ বছর ধরে সে একটি শপিং মলে সার্কাস দেখেতো। তাঁকে বন্দি করে রেখেছিল তাঁর মালিক। সেখান থেকে নিজের বুদ্ধিতে মুক্তি পায় আইভেন। সে এক অসাধারণ গল্প। ঠিক তার মতোই ১২ বছর সার্কাসে কাটানোর পর মুক্তি পেল এক পোলার বিয়ার বা সাদা ভালুক।
advertisement
2/5
ইউক্রেনের এক ব্যক্তি ছোট বেলায় নিয়ে আসেন পোলার বিয়ারটিকে নিয়ে আসেন। ভালুকটিকে ট্রেনিং দিয়ে, সার্কাসে রেখে দেন।
ইউক্রেনের এক ব্যক্তি ছোট বেলায় নিয়ে আসেন পোলার বিয়ারটিকে নিয়ে আসেন। ভালুকটিকে ট্রেনিং দিয়ে, সার্কাসে রেখে দেন।
advertisement
3/5
বন্দি দশাতেই কাটছিল ভালুকের জীবন। কিন্তু করোনা ভাইরাস অনেকটা আর্শীবাদ হয়ে এল ওই সাদা ভালুকের জীবনে।
বন্দি দশাতেই কাটছিল ভালুকের জীবন। কিন্তু করোনা ভাইরাস অনেকটা আর্শীবাদ হয়ে এল ওই সাদা ভালুকের জীবনে।
advertisement
4/5
করোনার জন্য বন্ধ সার্কাস। এদিকে পোলার বিয়ার রাখার খরচা অনেক। কোভিডে রোজগার বন্ধ হয়ে যাওয়ায়, ওই ভালুকের মালিক ভালুকটিকে তুলে দেন পশু উদ্ধারকারী সংস্থার হাতে।
করোনার জন্য বন্ধ সার্কাস। এদিকে পোলার বিয়ার রাখার খরচা অনেক। কোভিডে রোজগার বন্ধ হয়ে যাওয়ায়, ওই ভালুকের মালিক ভালুকটিকে তুলে দেন পশু উদ্ধারকারী সংস্থার হাতে।
advertisement
5/5
এরপর এই ভালুকে নিয়ে ছেড়ে দেওয়া হয় সুইৎজারল্যান্ডের আরোসা মাউন্টেউন রেঞ্জে। এখানে ওই পোলার বিয়ারটি নতুন জীবন শুরু করতে পারবে, এই আশাতেই ছাড়া হয়। কিন্তু দীর্ঘদিন বন্দি থাকায় প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছিল না সে। ভয় পাচ্ছিল। তবে প্রথম শীতঘুম পাহাড়ের গুহায় কাটানোর পর এখন অনেকটাই স্বাভাবিক সে। খুশির খবর এই যে আরও একটি ভালুককে উদ্ধার করে তার সঙ্গে একই জায়গায় ছেড়ে দেওয়া হবে। প্রস্তুতি চলছে। পোলার বিয়ারটি যাতে আবার সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পায় সেই চেষ্টাই চালাচ্ছেন পশুপ্রেমীরা। এবং উদ্ধারকারী সংস্থা।
এরপর এই ভালুকে নিয়ে ছেড়ে দেওয়া হয় সুইৎজারল্যান্ডের আরোসা মাউন্টেউন রেঞ্জে। এখানে ওই পোলার বিয়ারটি নতুন জীবন শুরু করতে পারবে, এই আশাতেই ছাড়া হয়। কিন্তু দীর্ঘদিন বন্দি থাকায় প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছিল না সে। ভয় পাচ্ছিল। তবে প্রথম শীতঘুম পাহাড়ের গুহায় কাটানোর পর এখন অনেকটাই স্বাভাবিক সে। খুশির খবর এই যে আরও একটি ভালুককে উদ্ধার করে তার সঙ্গে একই জায়গায় ছেড়ে দেওয়া হবে। প্রস্তুতি চলছে। পোলার বিয়ারটি যাতে আবার সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পায় সেই চেষ্টাই চালাচ্ছেন পশুপ্রেমীরা। এবং উদ্ধারকারী সংস্থা।
advertisement
advertisement
advertisement