বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা। ৩৫ বছর বয়সে হংকংয়ের একটি থিম পার্কে মারা গেল সে। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই পান্ডার শরীর ভাল ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, এনএন নামের ওই পান্ডাকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হয়েছে। এই পান্ডার বয়স ছিল ৩৫ বছর, যা মানুষের বয়সের হিসেবে ১০৫ বছরের সমান।
হংকং পার্কের বিবৃতি অনুযায়ী, থিম পার্কের কর্মকর্তারা বলেছেন, ওই পান্ডা গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো খেতে পারছিল না। তার শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। কষ্ট পাচ্ছিল সেটি। তাই ওশেন পার্ক এবং কৃষি মৎস্য ও সংরক্ষণ বিভাগের পশুচিকিত্সকরা চিনের সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সঙ্গে পরামর্শের পর এনএনকে স্বেচ্ছামৃত্যুর কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত নেয়।