Panda An An: বিশ্বের সব থেকে বৃদ্ধ পান্ডাকে দেওয়া হল ইচ্ছামৃত্যু, এত কঠিন সিদ্ধান্তের কারণ কী?

Last Updated:
Panda An An: বিশ্বের সব থেকে বয়স্ক পান্ডা। তাকেই কি না দেওয়া হল ইচ্ছামৃত্যু!
1/7
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা। ৩৫ বছর বয়সে হংকংয়ের একটি থিম পার্কে মারা গেল সে। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই পান্ডার শরীর ভাল ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, এনএন নামের ওই পান্ডাকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হয়েছে। এই পান্ডার বয়স ছিল ৩৫ বছর, যা মানুষের বয়সের হিসেবে ১০৫ বছরের সমান।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা। ৩৫ বছর বয়সে হংকংয়ের একটি থিম পার্কে মারা গেল সে। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই পান্ডার শরীর ভাল ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, এনএন নামের ওই পান্ডাকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হয়েছে। এই পান্ডার বয়স ছিল ৩৫ বছর, যা মানুষের বয়সের হিসেবে ১০৫ বছরের সমান।
advertisement
2/7
চিন ১৯৯৯ সালে হংকংকে এনএন (an an) নামে একটি পুরুষ এবং জিয়া জিয়া নামে একটি মহিলা পান্ডা উপহার দেয়। এরপর থেকে তারা দুজনেই ওশান পার্কে ছিল। চিন কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে পরামর্শের পর বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে পুরুষ পান্ডাটিকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হয়।
চিন ১৯৯৯ সালে হংকংকে এনএন (an an) নামে একটি পুরুষ এবং জিয়া জিয়া নামে একটি মহিলা পান্ডা উপহার দেয়। এরপর থেকে তারা দুজনেই ওশান পার্কে ছিল। চিন কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে পরামর্শের পর বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে পুরুষ পান্ডাটিকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হয়।
advertisement
3/7
হংকং পার্কের বিবৃতি অনুযায়ী, থিম পার্কের কর্মকর্তারা বলেছেন, ওই পান্ডা গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো খেতে পারছিল না। তার শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। কষ্ট পাচ্ছিল সেটি। তাই ওশেন পার্ক এবং কৃষি মৎস্য ও সংরক্ষণ বিভাগের পশুচিকিত্সকরা চিনের সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সঙ্গে পরামর্শের পর এনএনকে স্বেচ্ছামৃত্যুর কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত নেয়।
হংকং পার্কের বিবৃতি অনুযায়ী, থিম পার্কের কর্মকর্তারা বলেছেন, ওই পান্ডা গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো খেতে পারছিল না। তার শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। কষ্ট পাচ্ছিল সেটি। তাই ওশেন পার্ক এবং কৃষি মৎস্য ও সংরক্ষণ বিভাগের পশুচিকিত্সকরা চিনের সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সঙ্গে পরামর্শের পর এনএনকে স্বেচ্ছামৃত্যুর কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত নেয়।
advertisement
4/7
পান্ডার মৃত্যুতে ওশেন পার্কে শোকের ছায়া। প্রতিটি কর্মচারীর মন খারাপ।
পান্ডার মৃত্যুতে ওশেন পার্কে শোকের ছায়া। প্রতিটি কর্মচারীর মন খারাপ।
advertisement
5/7
হং কংয়ের ওশেন পার্ক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পান্ডার মৃত্যুর খবর পোস্ট করেছিল।
হং কংয়ের ওশেন পার্ক কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পান্ডার মৃত্যুর খবর পোস্ট করেছিল।
advertisement
6/7
জিয়া জিয়া নামের পান্ডাটির মৃত্যু হয়েছিল ২০১৬ সালে। তখন সেটির বয়স ছিল ৩৬ বছর।
জিয়া জিয়া নামের পান্ডাটির মৃত্যু হয়েছিল ২০১৬ সালে। তখন সেটির বয়স ছিল ৩৬ বছর।
advertisement
7/7
একটা সময় জিয়া জিয়া বিশ্বের সব থেকে বয়স্ক পান্ডা ছিল।
একটা সময় জিয়া জিয়া বিশ্বের সব থেকে বয়স্ক পান্ডা ছিল।
advertisement
advertisement
advertisement