Australia is killing Bees: নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়া, কারণ শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Australia is killing Bees: একটা-দুটো নয়, লাখ লাখ মৌমাছি মেরে ফেলা হচ্ছে।
1/5
একটা-দুটো নয়, নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়ার প্রশাসন। মধুর চাষ বাঁচাতেই এমনটা করতে হচ্ছে তাদের।
একটা-দুটো নয়, নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়ার প্রশাসন। মধুর চাষ বাঁচাতেই এমনটা করতে হচ্ছে তাদের।
advertisement
2/5
বেরোয়া মাইট নামের একপ্রকার পরজীবির অত্যাচার বেড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে। এই পরজীবির আক্রমণ থেকে মধু ব্যবসা বাঁচাতে মৌমাছিদের মারছে তারা।
বেরোয়া মাইট নামের একপ্রকার পরজীবির অত্যাচার বেড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে। এই পরজীবির আক্রমণ থেকে মধু ব্যবসা বাঁচাতে মৌমাছিদের মারছে তারা।
advertisement
3/5
বেরোয়া মাইট নামের এই পরজীবি মৌমাছিদের পুরো কলোনি নষ্ট করে দিতে পারে। ফলে ব্যাপক ক্ষতি হবে মধুর চাষে।
বেরোয়া মাইট নামের এই পরজীবি মৌমাছিদের পুরো কলোনি নষ্ট করে দিতে পারে। ফলে ব্যাপক ক্ষতি হবে মধুর চাষে।
advertisement
4/5
অস্ট্রেলিয়া সারা বিশ্বে মধু রপ্তানিতে উল্লেখযোগ্য দেশ। প্রতি বছর কয়েক কোটি ডলার টার্ন ওভার হয় মধুর চাষে। তাই বাধ্য হয়ে তারা মৌমাছি মেরে পরজীবি হানা আটকাতে চাইছে।
অস্ট্রেলিয়া সারা বিশ্বে মধু রপ্তানিতে উল্লেখযোগ্য দেশ। প্রতি বছর কয়েক কোটি ডলার টার্ন ওভার হয় মধুর চাষে। তাই বাধ্য হয়ে তারা মৌমাছি মেরে পরজীবি হানা আটকাতে চাইছে।
advertisement
5/5
বিশেষজ্ঞরা দাবি করেছেন, একটা মৌমাছিকেও এই পরজীবি আক্রান্ত করলে গোটা কলোনি শেষ হয়ে যাবে। ফলে ব্যাপক মার খাবে মধু চাষ।
বিশেষজ্ঞরা দাবি করেছেন, একটা মৌমাছিকেও এই পরজীবি আক্রান্ত করলে গোটা কলোনি শেষ হয়ে যাবে। ফলে ব্যাপক মার খাবে মধু চাষ।
advertisement
advertisement
advertisement