Viral News: কুকুরকে কামড়ে দিল মানুষ, চালাল অজস্রবার ছুরি

Last Updated:
মানুষের নক্কারজনক কাজের নমুনা...
1/5
#কলকাতা: বাংলা বহুল প্রচলিত লাইন, ‘‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়’’- শোভা পায় না তো নিঃসন্দেহে কিন্তু এরকম আজব কাণ্ড ঘটল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়৷ অদ্ভুত ঘটনা সামনে আসা মাত্রই তা ভাইরাল নিউজ হয়েছে৷ লুঠপাটের ঘটনায় অভিযুক্ত লুটেরাকে ধরতে পুলিশ পৌঁছয়৷
#কলকাতা: বাংলা বহুল প্রচলিত লাইন, ‘‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়’’- শোভা পায় না তো নিঃসন্দেহে কিন্তু এরকম আজব কাণ্ড ঘটল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়৷ অদ্ভুত ঘটনা সামনে আসা মাত্রই তা ভাইরাল নিউজ হয়েছে৷ লুঠপাটের ঘটনায় অভিযুক্ত লুটেরাকে ধরতে পুলিশ পৌঁছয়৷
advertisement
2/5
সেখানেই পুলিশের কুকুরকে কামড়ে দেয় ওই অভিযুক্ত৷ শুধু তাই নয় ছুরি নিয়ে কুকুরটির ওপর হামলাও চালায় সে৷ এই ঘটনার পরেই কোর্ট নামের ওই কুকুরটিকে পশু চিকিৎসালয়ে ভর্তি করা হয়৷ সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে কুকুরটিকে৷ ধীরেধীরে চিকিৎসায় সেরে উঠছে ওই পুলিশ কুকুরটি৷
সেখানেই পুলিশের কুকুরকে কামড়ে দেয় ওই অভিযুক্ত৷ শুধু তাই নয় ছুরি নিয়ে কুকুরটির ওপর হামলাও চালায় সে৷ এই ঘটনার পরেই কোর্ট নামের ওই কুকুরটিকে পশু চিকিৎসালয়ে ভর্তি করা হয়৷ সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে কুকুরটিকে৷ ধীরেধীরে চিকিৎসায় সেরে উঠছে ওই পুলিশ কুকুরটি৷
advertisement
3/5
উত্তর ক্যালিফোর্নিয়ার পুলিশ ফেসবুকে এই ঘটনার কথা জানিয়েছে৷ এর আগে একজন বয়স্ক ব্যক্তি একটি লুটপাটের ঘটনার কথা জানায়৷ তিনি ফোনে জানান তাঁর বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতী৷ এর কিছুক্ষণ পরেই আমাজনের কর্মী ফোন করে জানায় তাতে সে বলে এক লুটেরা তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে৷ তার সামগ্রী ভরা ট্রাক লুঠ করেছে৷
উত্তর ক্যালিফোর্নিয়ার পুলিশ ফেসবুকে এই ঘটনার কথা জানিয়েছে৷ এর আগে একজন বয়স্ক ব্যক্তি একটি লুটপাটের ঘটনার কথা জানায়৷ তিনি ফোনে জানান তাঁর বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতী৷ এর কিছুক্ষণ পরেই আমাজনের কর্মী ফোন করে জানায় তাতে সে বলে এক লুটেরা তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে৷ তার সামগ্রী ভরা ট্রাক লুঠ করেছে৷
advertisement
4/5
এরপর পুলিশ অভিযুক্তের সন্ধান শুরু করে৷ তখন বয়স্ক মানুষের ঘরের কাছেই কিছু লোক দৌড়োদৌড়ি শুরু করে৷ মাদকের নেশায় চুর ছিল তারা৷ পুলিশ তাকে ধরার চেষ্টা শুরু করে৷ পুলিশ দৌড়তে না পেরে তার পিছনে নিজেদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছেড়ে দেয়৷ সে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে বাগে এনে ফেলে৷ এরপরেই সেই অভিযুক্ত কুকুরকেই কামড়ে দেয়৷ এরপর তারপর কয়েকবার ছুরিও চালায়৷ কুকুরটি ভীষণ আহত হয়৷ অভিযুক্তকে তবু সে ছাড়েনি৷ ঘায়েল অবস্থায় তাকেও হাসপাতালে পাঠানো হয়৷
এরপর পুলিশ অভিযুক্তের সন্ধান শুরু করে৷ তখন বয়স্ক মানুষের ঘরের কাছেই কিছু লোক দৌড়োদৌড়ি শুরু করে৷ মাদকের নেশায় চুর ছিল তারা৷ পুলিশ তাকে ধরার চেষ্টা শুরু করে৷ পুলিশ দৌড়তে না পেরে তার পিছনে নিজেদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছেড়ে দেয়৷ সে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে বাগে এনে ফেলে৷ এরপরেই সেই অভিযুক্ত কুকুরকেই কামড়ে দেয়৷ এরপর তারপর কয়েকবার ছুরিও চালায়৷ কুকুরটি ভীষণ আহত হয়৷ অভিযুক্তকে তবু সে ছাড়েনি৷ ঘায়েল অবস্থায় তাকেও হাসপাতালে পাঠানো হয়৷
advertisement
5/5
এই ভয়ানক ঘটনা ফেয়রফিল্ড শহরে হয়েছে৷ এটা স্যান ফ্রান্সিসকোর থেকে ৮০ কিলোমিটার দূরে৷ অভিযুক্তের বিরুদ্ধে কুকুরের ওপর প্রাণনাশকারী হামলা, লুঠতরাজ, সরকারি কাজে বাা দানের মতো বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের বয়স ৪৪ বছর৷এই ভয়ানক ঘটনা ফেয়রফিল্ড শহরে হয়েছে৷ এটা স্যান ফ্রান্সিসকোর থেকে ৮০ কিলোমিটার দূরে৷ অভিযুক্তের বিরুদ্ধে কুকুরের ওপর প্রাণনাশকারী হামলা, লুঠতরাজ, সরকারি কাজে বাা দানের মতো বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের বয়স ৪৪ বছর৷
এই ভয়ানক ঘটনা ফেয়রফিল্ড শহরে হয়েছে৷ এটা স্যান ফ্রান্সিসকোর থেকে ৮০ কিলোমিটার দূরে৷ অভিযুক্তের বিরুদ্ধে কুকুরের ওপর প্রাণনাশকারী হামলা, লুঠতরাজ, সরকারি কাজে বাা দানের মতো বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের বয়স ৪৪ বছর৷এই ভয়ানক ঘটনা ফেয়রফিল্ড শহরে হয়েছে৷ এটা স্যান ফ্রান্সিসকোর থেকে ৮০ কিলোমিটার দূরে৷ অভিযুক্তের বিরুদ্ধে কুকুরের ওপর প্রাণনাশকারী হামলা, লুঠতরাজ, সরকারি কাজে বাা দানের মতো বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের বয়স ৪৪ বছর৷
advertisement
advertisement
advertisement