US Sends Military Aircraft To Greenland: গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক বিমান ! বাহিনী মোতয়েন ডেনমার্কেরও, গোটা পরিস্থিতি এখন কোনদিকে?

Last Updated:
US Sends Military Aircraft To Greenland: গত কয়েক দিন ধরে গ্রিনল্যান্ডে আরও বেশি সেনা মোতায়েন করতে শুরু করেছে ডেনমার্ক। সোমবারও বাহিনী পাঠানো হয়েছে সেখানে। এই পরিস্থিতিতে আমেরিকা সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
1/7
গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবিতে অনড় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন, কারণ সেখানে চিন ও রাশিয়ার উপস্থিতি বাড়ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলি গ্রিনল্যান্ড বিক্রিতে সম্মত না হলে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ এবং জুন থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবিতে অনড় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন, কারণ সেখানে চিন ও রাশিয়ার উপস্থিতি বাড়ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলি গ্রিনল্যান্ড বিক্রিতে সম্মত না হলে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ এবং জুন থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
advertisement
2/7
গ্রিনল্যান্ড ঘিরে বাড়তে থাকা কূটনৈতিক সঙ্কটের মধ্যেই গ্রিনল্যান্ডের ‘পিটুফিক স্পেস’ সামরিক ঘাঁটিতে ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড’ (NORAD)-এর একটি বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিল আমেরিকা। নোর‌্যাড জানিয়েছে, বহু আগে থেকে পরিকল্পিত বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্যই ওই বিমান পাঠানো হয়েছে এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। (Photo: AP)
গ্রিনল্যান্ড ঘিরে বাড়তে থাকা কূটনৈতিক সঙ্কটের মধ্যেই গ্রিনল্যান্ডের ‘পিটুফিক স্পেস’ সামরিক ঘাঁটিতে ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড’ (NORAD)-এর একটি বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিল আমেরিকা। নোর‌্যাড জানিয়েছে, বহু আগে থেকে পরিকল্পিত বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্যই ওই বিমান পাঠানো হয়েছে এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। (Photo: AP)
advertisement
3/7
গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটিতে পাঠানো হচ্ছে আরও সামরিক বিমান। শীঘ্রই তা পৌঁছে যাবে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলের পিতুফিকে আমেরিকার সেনাঘাঁটিতে। সোমবার এমনটাই ঘোষণা করেছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (North American Aerospace Defense Command-NORAD)। মার্কিন প্রেসিডেন্ট যে ভাবে গ্রিনল্যান্ড ‘দখলের’ চেষ্টায় উঠেপড়ে লেগেছেন, তাতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। (Photo: AP)
গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটিতে পাঠানো হচ্ছে আরও সামরিক বিমান। শীঘ্রই তা পৌঁছে যাবে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলের পিতুফিকে আমেরিকার সেনাঘাঁটিতে। সোমবার এমনটাই ঘোষণা করেছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (North American Aerospace Defense Command-NORAD)। মার্কিন প্রেসিডেন্ট যে ভাবে গ্রিনল্যান্ড ‘দখলের’ চেষ্টায় উঠেপড়ে লেগেছেন, তাতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। (Photo: AP)
advertisement
4/7
অন্যদিকে, পালটা পদক্ষেপ করেছে গ্রিনল্যান্ডের ‘অভিভাবক’ ডেনমার্কও। জানা গিয়েছে, ইতিমধ্যেই তারা গ্রিনল্যান্ডে আরও সেনাবাহিনী পাঠিয়েছে। তাহলে কি শীঘ্রই বাঁধতে চলেছে কোনও বড়সড় কিছু? টান টান উত্তেজনার মধ্যে এই প্রশ্নটিই এখন জোরালো হচ্ছে। (Photo: AP)
অন্যদিকে, পালটা পদক্ষেপ করেছে গ্রিনল্যান্ডের ‘অভিভাবক’ ডেনমার্কও। জানা গিয়েছে, ইতিমধ্যেই তারা গ্রিনল্যান্ডে আরও সেনাবাহিনী পাঠিয়েছে। তাহলে কি শীঘ্রই বাঁধতে চলেছে কোনও বড়সড় কিছু? টান টান উত্তেজনার মধ্যে এই প্রশ্নটিই এখন জোরালো হচ্ছে। (Photo: AP)
advertisement
5/7
গ্রিনল্যান্ডকে বারবার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ‘রাশিয়ান জুজু’ দেখিয়ে গ্রিনল্যান্ড নিয়ে নয়া দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, “আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার আগ্রাসনের ঝুঁকি নিয়ে ডেনমার্ককে বহু বছর ধরে সতর্ক করে এসেছে। কিন্তু তা কানে তোলেনি ডেনমার্ক ৷ (Photo: AP)
গ্রিনল্যান্ডকে বারবার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ‘রাশিয়ান জুজু’ দেখিয়ে গ্রিনল্যান্ড নিয়ে নয়া দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, “আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার আগ্রাসনের ঝুঁকি নিয়ে ডেনমার্ককে বহু বছর ধরে সতর্ক করে এসেছে। কিন্তু তা কানে তোলেনি ডেনমার্ক ৷ (Photo: AP)
advertisement
6/7
কী কারণে সামরিক বিমান পাঠানো হচ্ছে গ্রিনল্যান্ডের মার্কিন ঘাঁটিতে, তা-ও খোলসা করেনি নোরাড। সোমবার ভারতীয় সময় অনুযায়ী বেশি রাতের দিকে নোরাড সমাজমাধ্যমে ঘোষণা করে, তাদের সামরিক বিমান শীঘ্রই গ্রিনল্যান্ডের ‘পিটুফিক স্পেস বেস’-এ পৌঁছে যাবে। তাদের দাবি, এই কার্যক্রম পূর্বপরিকল্পিতই ছিল। (Photo: AP)
কী কারণে সামরিক বিমান পাঠানো হচ্ছে গ্রিনল্যান্ডের মার্কিন ঘাঁটিতে, তা-ও খোলসা করেনি নোরাড। সোমবার ভারতীয় সময় অনুযায়ী বেশি রাতের দিকে নোরাড সমাজমাধ্যমে ঘোষণা করে, তাদের সামরিক বিমান শীঘ্রই গ্রিনল্যান্ডের ‘পিটুফিক স্পেস বেস’-এ পৌঁছে যাবে। তাদের দাবি, এই কার্যক্রম পূর্বপরিকল্পিতই ছিল। (Photo: AP)
advertisement
7/7
ডেনমার্কের সঙ্গে সমন্বয় রেখে এবং প্রয়োজনীয় কূটনৈতিক অনুমোদন নিয়েই এই কার্যক্রম হচ্ছে। গ্রিনল্যান্ডের প্রশাসনকেও এ বিষয়ে আগাম জানানো হয়েছে বলে দাবি NORAD-এর। তবে কী ধরনের ‘পূর্বপরিকল্পিত’ কাজ সেখানে হবে, তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ফলে এই সামরিক কার্যক্রমের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে। (Photo: AP)
ডেনমার্কের সঙ্গে সমন্বয় রেখে এবং প্রয়োজনীয় কূটনৈতিক অনুমোদন নিয়েই এই কার্যক্রম হচ্ছে। গ্রিনল্যান্ডের প্রশাসনকেও এ বিষয়ে আগাম জানানো হয়েছে বলে দাবি NORAD-এর। তবে কী ধরনের ‘পূর্বপরিকল্পিত’ কাজ সেখানে হবে, তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ফলে এই সামরিক কার্যক্রমের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে। (Photo: AP)
advertisement
advertisement
advertisement