Cyclone Marwar: ফের চোখরাঙানি, সাগরে ফুঁসছে মারওয়ার, সাইক্লোনের গতি হতে পারে ২৩০কিমি/ঘণ্টা, তোলপাড়ের Weather Alert

Last Updated:
Cyclone Marwar: গুয়ামে ধাক্কা খাওয়ার পর ফের প্রশান্ত মহাসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে আরও মারাত্মক আকার নিয়ে ধ্বংসলীলা চালানোর জন্য হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে ফিলিপিন্সের দিকেই৷
1/8
কলকাতা: সমুদ্র ফুঁসেই চলেছে। একের পর এক সাইক্লোন, টাইফুন, টর্নেডো আছড়ে পড়ছে আর জনজীবন যার জেরে একেবারে তছনছ৷ এবার সমুদ্রে যে ভয়াবহ দুর্যোগ তৈরি হয়েছে তার নাম মারওয়ার (Marwar)৷  সাইক্লোন মারওয়ার চোখ রাঙানিতে ত্রাহি ত্রাহি অবস্থা ৷
কলকাতা: সমুদ্র ফুঁসেই চলেছে। একের পর এক সাইক্লোন, টাইফুন, টর্নেডো আছড়ে পড়ছে আর জনজীবন যার জেরে একেবারে তছনছ৷ এবার সমুদ্রে যে ভয়াবহ দুর্যোগ তৈরি হয়েছে তার নাম মারওয়ার (Marwar)৷  সাইক্লোন মারওয়ার চোখ রাঙানিতে ত্রাহি ত্রাহি অবস্থা ৷
advertisement
2/8
এই মুহূর্তে সমুদ্রের ওপর ফুুঁসতে থাকা মারওয়ারের বায়ুর গতি ১৮৫ কিমি /ঘণ্টা৷ তবে যখন আরও শক্তি সঞ্চয় করে এটা ভূপৃষ্ঠে ঝাঁপিয়ে পড়বে তখন এর গতিবেগ হতে পারে ২৩০কিমি/ঘণ্টা৷
এই মুহূর্তে সমুদ্রের ওপর ফুুঁসতে থাকা মারওয়ারের বায়ুর গতি ১৮৫ কিমি /ঘণ্টা৷ তবে যখন আরও শক্তি সঞ্চয় করে এটা ভূপৃষ্ঠে ঝাঁপিয়ে পড়বে তখন এর গতিবেগ হতে পারে ২৩০কিমি/ঘণ্টা৷
advertisement
3/8
ফিলিপাইন অ্যাটমোসফেরিক , জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিস অ্যাডমিনিসট্রেশন  (PAGASA) -র সাইক্লোন অ্যালার্টে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরে ফুঁসতে থাকা এই টাইফুন পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে ঝড়ের গতি৷
ফিলিপাইন অ্যাটমোসফেরিক , জিওফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিস অ্যাডমিনিসট্রেশন  (PAGASA) -র সাইক্লোন অ্যালার্টে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরে ফুঁসতে থাকা এই টাইফুন পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে ঝড়ের গতি৷
advertisement
4/8
গুয়ামে একবার আঘাত হানার পরেও ফের সমুদ্রে ফুঁসছে এবং শক্তিবৃদ্ধি করছে৷ তোলপাড় চালাবে ফিলিপিন্সে৷
গুয়ামে একবার আঘাত হানার পরেও ফের সমুদ্রে ফুঁসছে এবং শক্তিবৃদ্ধি করছে৷ তোলপাড় চালাবে ফিলিপিন্সে৷
advertisement
5/8
এই তুফান যেভাবে শক্তিবৃদ্ধি করছে তাতে এটিকে ক্যাটাগরি ৫ হ্যারিকেনের পর্যায়ে ফেলা হয়েছে৷
এই তুফান যেভাবে শক্তিবৃদ্ধি করছে তাতে এটিকে ক্যাটাগরি ৫ হ্যারিকেনের পর্যায়ে ফেলা হয়েছে৷
advertisement
6/8
এদিকে গুয়ামে প্রবল ঝড় বৃষ্টির জেরে জনজীবন একেবার স্তব্ধ৷ এই দ্বীপে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছে৷
এদিকে গুয়ামে প্রবল ঝড় বৃষ্টির জেরে জনজীবন একেবার স্তব্ধ৷ এই দ্বীপে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছে৷
advertisement
7/8
তবে একবার ধ্বংসলীলা চালানোর পর সাধারণত যেকোনও সামুদ্রিক ঝড়ের শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু মারওয়ার মারাত্মক৷
তবে একবার ধ্বংসলীলা চালানোর পর সাধারণত যেকোনও সামুদ্রিক ঝড়ের শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু মারওয়ার মারাত্মক৷
advertisement
8/8
সেটি গুয়ামে ধাক্কা খাওয়ার পর ফের প্রশান্ত মহাসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে আরও মারাত্মক আকার নিয়ে ধ্বংসলীলা চালানোর জন্য হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে ফিলিপিন্সের দিকেই৷
সেটি গুয়ামে ধাক্কা খাওয়ার পর ফের প্রশান্ত মহাসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে আরও মারাত্মক আকার নিয়ে ধ্বংসলীলা চালানোর জন্য হুড়মুড়িয়ে এগিয়ে যাচ্ছে ফিলিপিন্সের দিকেই৷
advertisement
advertisement
advertisement