মালাওউ: আফ্রিকা মহাদেশে বিভিন্ন উপজাতি রয়েছে। এই উপজাতিদের মধ্যে আচার এবং রীতিনীতি একেবারে ভিন্ন ভিন্ন। সেই সব রীতিনীতি শুনলে অনেকেই হতবাক হয়ে যান। (প্রতীকী ছবি)
2/ 10
আফ্রিকা মহাদেশে একটি ছোট্ট দেশের নাম মালাওউ। এই দেশে বসবাসকারীদের মধ্যে উপজাতিদের বেশ কিছু প্রথা রয়েছে, তা শুনে সত্যি অবাক করার মতো।(প্রতীকী ছবি)
3/ 10
এই উপজাতিরা তাঁদের বাড়ির মেয়েকে অন্যের সঙ্গে যৌন সম্পর্ক করান। মেয়ে যৌবনে পা দিলেন অচেনা পুরুষের সঙ্গে রাত কাটাতে হয়।(প্রতীকী ছবি)
4/ 10
এমন রীতি বহু বছর ধরে এই উপজাতিগুলির মধ্যে আছে। টাকা দিয়ে পুরুষদের ভাড়া করে নিয়ে আসেন তাঁরা। তাঁদের হায়েনা বলা হয়।(প্রতীকী ছবি)
5/ 10
বাড়ির মেয়ে বয়ঃসন্ধিতে পা রাখলেই একপ্রকার ইচ্ছার বিরুদ্ধে অচেনা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়।(প্রতীকী ছবি)
6/ 10
বেশিরভাগ মহিলারাই আপত্তি তোলে না, কারণ এটা তাঁরা সংস্কার হিসাবে ভাবেন। কিন্তু যাঁরা আপত্তি তোলেন একপ্রকার জোর করেই তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক করা হয়।(প্রতীকী ছবি)
7/ 10
ওই উপজাতিদের বিশ্বাস, এমন কাজ করলেই তবে সেই যুবতী পুরোপুরি মহিলা হতে পারবেন। আর কোনও সমস্যা থাকবে না।(প্রতীকী ছবি)
8/ 10
এমনকী কোনও মহিলা বিধবা হয়ে গেলে তাঁর পরিবারের সদস্যরাও টাকা দিয়ে হায়েনা পুরুষদের নিয়ে আসে।(প্রতীকী ছবি)
9/ 10
২০১৬ সালে আফ্রিকায় এমন এক হায়েনা পুরুষকে গ্রেফতার করা হয়েছিল। সে দাবি করেছিল ১০০-র বেশি মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল সে।(প্রতীকী ছবি)
10/ 10
তার বিরুদ্ধে অভিযোগ, এডস রোগ গোপন রেখেই মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল।(প্রতীকী ছবি)
Tribal Rituals: অচেনা পুরুষের সঙ্গে যেতে হয় বাড়ির মেয়েকে, কুৎসিত রেওয়াজ চলে এই এলাকায়
মালাওউ: আফ্রিকা মহাদেশে বিভিন্ন উপজাতি রয়েছে। এই উপজাতিদের মধ্যে আচার এবং রীতিনীতি একেবারে ভিন্ন ভিন্ন। সেই সব রীতিনীতি শুনলে অনেকেই হতবাক হয়ে যান। (প্রতীকী ছবি)
Tribal Rituals: অচেনা পুরুষের সঙ্গে যেতে হয় বাড়ির মেয়েকে, কুৎসিত রেওয়াজ চলে এই এলাকায়
বেশিরভাগ মহিলারাই আপত্তি তোলে না, কারণ এটা তাঁরা সংস্কার হিসাবে ভাবেন। কিন্তু যাঁরা আপত্তি তোলেন একপ্রকার জোর করেই তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক করা হয়।(প্রতীকী ছবি)