চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, ২২ ফুট জলোচ্ছাসের পূর্বাভাসের পর পর্যটকশূন্য জনপ্রিয় দ্বীপগুলি

Last Updated:
1/8
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পাবুকের জেরে দক্ষিণ চিন সাগর সংলগ্ন অঞ্চলে জারি হয়েছে ভারি সতর্কবার্তা । আগামী ৫ তারিখে আন্দামান সাগরেও ধেয়ে আসতে পারে পাবুক। (প্রতীকী ছবি)
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পাবুকের জেরে দক্ষিণ চিন সাগর সংলগ্ন অঞ্চলে জারি হয়েছে ভারি সতর্কবার্তা । আগামী ৫ তারিখে আন্দামান সাগরেও ধেয়ে আসতে পারে পাবুক। (প্রতীকী ছবি)
advertisement
2/8
পাবুকের সতর্কবার্তার জেরে কোহ ফানগান ও কোহ তাও-থাইল্যান্ডের দুটি জনপ্রিয় দ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
পাবুকের সতর্কবার্তার জেরে কোহ ফানগান ও কোহ তাও-থাইল্যান্ডের দুটি জনপ্রিয় দ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
advertisement
3/8
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, পাবুকের জেরে ভারি বৃষ্টি, ঘন্টায় ১০৪ কিলোমিটার ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্রে প্রায় ২২ ফুট জলোচ্ছাসের সৃষ্টি করতেও পারে , এই খবর প্রকাশ্যে আসতেই দ্বীপের নানা রিসর্ট ছেড়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, পাবুকের জেরে ভারি বৃষ্টি, ঘন্টায় ১০৪ কিলোমিটার ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্রে প্রায় ২২ ফুট জলোচ্ছাসের সৃষ্টি করতেও পারে , এই খবর প্রকাশ্যে আসতেই দ্বীপের নানা রিসর্ট ছেড়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
advertisement
4/8
বুধবার থেকেই প্রায় জনশূন্য থাইল্যান্ডের এই জনপ্রিয় দুটি দ্বীপ । প্রসঙ্গত, স্বাভাবিক বর্ষাকালের বাইরে পাবুক গত ৩০ বছরের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় ।(প্রতীকী ছবি)
বুধবার থেকেই প্রায় জনশূন্য থাইল্যান্ডের এই জনপ্রিয় দুটি দ্বীপ । প্রসঙ্গত, স্বাভাবিক বর্ষাকালের বাইরে পাবুক গত ৩০ বছরের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় ।(প্রতীকী ছবি)
advertisement
5/8
 আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পাবুকের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কোহ ফানগান, কোহ তাও ও কোহ সামুই-এই ৩ টি দ্বীপে। (প্রতীকী ছবি)
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পাবুকের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কোহ ফানগান, কোহ তাও ও কোহ সামুই-এই ৩ টি দ্বীপে। (প্রতীকী ছবি)
advertisement
6/8
থাই আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রবল জলোচ্ছাসের সূত্রপাত হতে পারে থাই গালফে। বুধবারেই  কোহ সামুই দ্বীপে নিষেধাজ্ঞা অবজ্ঞা করে সমুদ্রে যাওয়ায় মৃত্যু হয়েছে এক রাশিয়ান পর্যটকের । (প্রতীকী ছবি)
থাই আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রবল জলোচ্ছাসের সূত্রপাত হতে পারে থাই গালফে। বুধবারেই কোহ সামুই দ্বীপে নিষেধাজ্ঞা অবজ্ঞা করে সমুদ্রে যাওয়ায় মৃত্যু হয়েছে এক রাশিয়ান পর্যটকের । (প্রতীকী ছবি)
advertisement
7/8
AFP সূত্রের খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০পর্যটক এই দ্বীপগুলি ছেড়ে চলে গিয়েছেন । (প্রতীকী ছবি)
AFP সূত্রের খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০পর্যটক এই দ্বীপগুলি ছেড়ে চলে গিয়েছেন । (প্রতীকী ছবি)
advertisement
8/8
লাও ভাষায় পাবুক শব্দের অর্থ ক্যাটফিশ । দক্ষিণ আন্দামান সাগরের ক্রাবিতেও ভারি বৃষ্টিপাত হতে পারে।(প্রতীকী ছবি)
লাও ভাষায় পাবুক শব্দের অর্থ ক্যাটফিশ । দক্ষিণ আন্দামান সাগরের ক্রাবিতেও ভারি বৃষ্টিপাত হতে পারে।(প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement