Sunita Williams: মাথার চারপাশে ভাসছে চুল! কেন সুনীতা মহাকাশে চুল বাঁধেননি? জানেন? কারণ শুনলে অবাক হবেন আপনিও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ন’মাস পর পৃথিবীতে পা রেখেছেন সুনীতা উইলিয়ামস এবং নভশ্চর বুচ উইলমোর।
advertisement
advertisement
advertisement
advertisement
বাঁধার কোনও দরকার নেই: মাধ্যাকর্ষণ শক্তি নেই বলে মাথার চুল নীচের দিকে টান অনুভব করে না। এর ফলে ঘাড়ের কাছে এলিয়ে পরা অথবা চোখে-মুখে লেগে বিরক্তি উৎদ্রেকের মতো ঘটনা ঘটে না। তাই, চুল পিছন দিকে বেঁধে রাখার কোনও বাস্তবিক কারণ নেই।সহজে ধোয়া যায়: মহাকাশচারীরা স্পেস স্টেশনে সাধারণত ড্রাই শ্যাম্পু এবং তোয়ালে ব্যবহার করেন। ফলে ছেড়ে রাখাই চুলের স্বাস্থ্যের জন্য ভাল। তাতে সুবিধাও হয়। বেঁধে রাখলে সহজে ধোয়া যেত না। (প্রতীকী ছবি)
advertisement
য়ুচলাচল ব্যবস্থায় শুকতে সাহায্য করে: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে বায়ুর চলাচলে আর্দ্রতা বাষ্পীভূত হয়ে যায়। ফলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় চুল। ব্লো ড্রায়ারের প্রয়োজন পড়ে না। চুল বেঁধে রাখলে বায়ু চলাচল হবে না গোটা মাথায়।নিজস্ব পছন্দ: অনেক মহাকাশচারী তাঁদের চুল খোলা রাখতে পছন্দ করেন, অনেকে আবার করেন না। কিন্তু সামগ্রিক ভাবে চুল খোলা রাখতেই দেখা যায় অধিকাংশ মহাকাশচারীকে। পৃথিবীর মতো এদিক ওদিক সরে যায় না চুল তাই অস্বস্তি হয় না কারও। বাকিটা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে। (প্রতীকী ছবি)
advertisement