African Himba Community: বন্ধ ঘরে অতিথির কাছে পাঠান স্ত্রীকে, আফ্রিকার এই সম্প্রদায়ের মেয়েরা মানে অদ্ভুত নিয়ম

Last Updated:
African Himba Community:আরও সমস্ত অদ্ভুত নিয়ম আছে এই সম্প্রদায়ের ক্ষেত্রে৷
1/5
 আফ্রিকার হিম্বা সম্প্রদায় নানা কারণে জনপ্রিয়৷ আদি নিয়ম মেনে এখনও, এই একবিংশ শতাব্দীতেও যে সমস্ত সম্প্রদায় জীবন কাটায়, তাদের মধ্যে অন্যতম আফ্রিকার হিম্বা সম্প্রদায়৷
আফ্রিকার হিম্বা সম্প্রদায় নানা কারণে জনপ্রিয়৷ আদি নিয়ম মেনে এখনও, এই একবিংশ শতাব্দীতেও যে সমস্ত সম্প্রদায় জীবন কাটায়, তাদের মধ্যে অন্যতম আফ্রিকার হিম্বা সম্প্রদায়৷
advertisement
2/5
 একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এই সম্প্রদায় একাধিক পশ্চিমী প্রভাব এড়িয়ে এখনও নিজের ধারা বজায় রেখে৷ তার মধ্যে একটি হল অতিথিদের স্বাগত জানানোর কৌশল৷
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এই সম্প্রদায় একাধিক পশ্চিমী প্রভাব এড়িয়ে এখনও নিজের ধারা বজায় রেখে৷ তার মধ্যে একটি হল অতিথিদের স্বাগত জানানোর কৌশল৷
advertisement
3/5
 তিনি তাঁর স্ত্রীকে প্রথম রাতের জন্য অতিথির ঘরে পাঠিয়ে দেন৷ ওই রাত অতিথির সঙ্গেই কাটান ওই মহিলা৷ সম্প্রদায়ের তরফ থেকে বলা হয়, এটি আসলে সম্পর্কের দৃঢ়তা তৈরি করা এবং হিংসা কমানোর জন্য করা হয়৷
তিনি তাঁর স্ত্রীকে প্রথম রাতের জন্য অতিথির ঘরে পাঠিয়ে দেন৷ ওই রাত অতিথির সঙ্গেই কাটান ওই মহিলা৷ সম্প্রদায়ের তরফ থেকে বলা হয়, এটি আসলে সম্পর্কের দৃঢ়তা তৈরি করা এবং হিংসা কমানোর জন্য করা হয়৷
advertisement
4/5
আরও সমস্ত অদ্ভুত নিয়ম আছে এই সম্প্রদায়ের ক্ষেত্রে৷ এখানে মহিলারা সরাসরি জল ঢেলে স্নান করেন না৷ তাঁরা স্টিম বাথ করতে পারেন ও শরীরের গন্ধ দূর করে কোনও ব্যবস্থা নিতে পারেন, কিন্তু স্নান করার নিয়ম এদের নেই৷
আরও সমস্ত অদ্ভুত নিয়ম আছে এই সম্প্রদায়ের ক্ষেত্রে৷ এখানে মহিলারা সরাসরি জল ঢেলে স্নান করেন না৷ তাঁরা স্টিম বাথ করতে পারেন ও শরীরের গন্ধ দূর করে কোনও ব্যবস্থা নিতে পারেন, কিন্তু স্নান করার নিয়ম এদের নেই৷
advertisement
5/5
আফ্রিকার সাহিত্যকেও এটি বিপুল প্রভাবিত করেছে৷ এই সম্প্রদায়েক উপর নির্ভর করে এনদি ওকোরাফর লেখা বিনতি নামে একটি উপন্যাস৷ সেখানে নামিবিয়ার সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে৷
আফ্রিকার সাহিত্যকেও এটি বিপুল প্রভাবিত করেছে৷ এই সম্প্রদায়েক উপর নির্ভর করে এনদি ওকোরাফর লেখা বিনতি নামে একটি উপন্যাস৷ সেখানে নামিবিয়ার সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement