Pakistani Rupee: আর মাথা তুলে দাঁড়াতে পারবে না পাকিস্তান...দেশকে ডুবিয়ে দিল শরিফ! এই অবস্থা আগেও দেখেনি সেখানকার মানুষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোমবার প্রকাশিত পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষায় জানা গেছে, পাকিস্তানের ঋণের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের আর্থিক অবস্থা যে কতটা শোচনীয়, সেই ছবিটাই আরও পরিষ্কার করে দিচ্ছে এই রিপোর্ট।
এই তো ক’দিন আগেই রিপোর্ট দিল বিশ্বব্যাঙ্ক৷ রেকর্ড সংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে ভারত৷ ২৭.১ শতাংশ থেকে চূড়ান্ত দারিদ্রতার হার কমে হয়েছে ৫.৩ শতাংশ৷ ঠিক তখনই মুখ পুড়ল পাকিস্তানের৷ পাকিস্তানের যে হাঁড়ির হাল হয়েছে, তা জানা গেল রিপোর্টে৷ পাকিস্তানের সর্বশেষ অনুমান অনুসারে, এর জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ মানুষই দারিদ্র্যের মধ্যে বাস করে৷ চরম দরিদ্র মানুষের সংখ্যা ১৬.৫ শতাংশ। তার উপর পাকিস্তানে বিড়ম্বনা বাড়িয়েছে আরও একটা রিপোর্ট৷
advertisement
advertisement
পাকিস্তানি রুপি সংক্রান্ত সমস্ত নথি, পরিসংখ্যান পর্যালোচনা করে সিএনএন-নিউজ১৮ জেনেছে যে, ২০২৫ এর মার্চ পর্যন্ত পাকিস্তানের মোট সরকারি ঋণ (২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া) ৭৬,০০৭ বিলিয়ন পাকিস্তানি রুপি (৭৬ ট্রিলিয়ন) এ পৌঁছেছে৷ যা সে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর অর্থ হল ভারতীয় টাকায় ঋণের পরিমাণ ২৩.১ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, ২,৩৪,০০,০০০ কোটি টাকা (২,৩৪,০০,০০০,০০০,০০০)৷
advertisement
advertisement
৭৬,০০৭ বিলিয়ন টাকার মধ্যে ৫১,৫১৮ বিলিয়ন টাকা অভ্যন্তরীণ ঋণ এবং ২৪,৪৮৯ বিলিয়ন টাকা বৈদেশিক ঋণের অন্তর্ভুক্ত। পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে যে, "অতিরিক্ত বা দুর্বলভাবে পরিচালিত ঋণ গুরুতর অবস্থা তৈরি করতে পারে, যদি তা সমাধান না করা হয়। যেমন, সুদের বোঝা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে৷"
advertisement
advertisement
পাকিস্তান আন্তর্জাতিক সংস্থাগুলির পাশাপাশি 'বন্ধু দেশগুলির' কাছ থেকে অর্থ সহায়তা চাওয়ার জন্য কুখ্যাত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকেও বলতে শোনা গিয়েছে যে, "আজ যখন আমরা কোনও বন্ধু দেশে যাই বা ফোন করি, তখন তারা মনে করে যে আমরা তাদের কাছে ভিক্ষা করতে এসেছি।’’ শরিফ এর আগে আরও বলেছিলেন যে ছোট অর্থনীতির দেশও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, "এবং আমরা গত ৭৫ বছর ধরে ভিক্ষার পাত্র বহন করে ঘুরে বেড়াচ্ছি"।