Stealth Fighter Jet: দুমাসের মধ্যেই স্টেলথ ফাইটার জেট হাতে পাবে পাকিস্তান, ভারতের পেতে বহু দেরি! জানেন কী এই বিশেষ বিমান?

Last Updated:
Stealth Fighter Jet: আর মাত্র ২ মাস পরেই স্টেলথ বিমান হাতে পাবে পাকিস্তান। যে কোনও যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে পারে এই স্টেলথ যুদ্ধ বিমান। জানেন কী আছে এই বিশেষ বিমানে?
1/5
আর মাত্র ২ মাস পরেই স্টেলথ বিমান হাতে পাবে পাকিস্তান। যে কোনও যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে পারে এই স্টেলথ যুদ্ধ বিমান। ভারত স্টেলথ বিমান নিয়ে নানা আলোচনা এবং প্রস্তুতি নিলেও হাতে পেতে ঢের দেরি।
আর মাত্র ২ মাস পরেই স্টেলথ বিমান হাতে পাবে পাকিস্তান। যে কোনও যুদ্ধের মোড় ঘুড়িয়ে দিতে পারে এই স্টেলথ যুদ্ধ বিমান। ভারত স্টেলথ বিমান নিয়ে নানা আলোচনা এবং প্রস্তুতি নিলেও হাতে পেতে ঢের দেরি।
advertisement
2/5
বর্তমানে বায়ুসেনার কাছে সেরা অস্ত্র রাফালে। কিন্তু রাফালেতে স্টেলথ প্রযুক্তি নেই। অগাস্টেই পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হাতে দেবে চিন।
বর্তমানে বায়ুসেনার কাছে সেরা অস্ত্র রাফালে। কিন্তু রাফালেতে স্টেলথ প্রযুক্তি নেই। অগাস্টেই পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হাতে দেবে চিন।
advertisement
3/5
এই যুদ্ধবিমানের বিশেষত্ব হল শত্রুপক্ষের রাডারকে সহজেই এড়িয়ে আক্রমণ করা সম্ভব। স্টেলথ বিমান যে কোনও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
এই যুদ্ধবিমানের বিশেষত্ব হল শত্রুপক্ষের রাডারকে সহজেই এড়িয়ে আক্রমণ করা সম্ভব। স্টেলথ বিমান যে কোনও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
advertisement
4/5
শুধু রাডারই নয়, ইনফ্রারেড সেন্সর এবং যে কোনও নজরদারি করে ধরা যায় না এই বিমানের গতিবিধি। রাডার অ্যাবসরবেন্ট মেটেরিয়াল এবং কৌনিক পৃষ্ঠের জন্য ইনফ্রারেড এবং অন্যান্য তরঙ্গকে প্রতিফলিত না করে ছড়িয়ে দেয়। তাই শত্রুপক্ষের নজরদারিতে ধরা পড়ে না এই বিমান।
শুধু রাডারই নয়, ইনফ্রারেড সেন্সর এবং যে কোনও নজরদারি করে ধরা যায় না এই বিমানের গতিবিধি। রাডার অ্যাবসরবেন্ট মেটেরিয়াল এবং কৌনিক পৃষ্ঠের জন্য ইনফ্রারেড এবং অন্যান্য তরঙ্গকে প্রতিফলিত না করে ছড়িয়ে দেয়। তাই শত্রুপক্ষের নজরদারিতে ধরা পড়ে না এই বিমান।
advertisement
5/5
বর্তমানে বিশ্বের খুব কম দেশের কাছেই স্টেলথ বিমান তৈরির প্রযুক্তি রয়েছে। আমেরিকা এফ-২২ রাপটর এবং এফ-৩৫ লাইটনিং টুতে এই প্রযুক্তি রয়েছে। চিনের হাতে জে-২০ পরে স্টেলথ বিমান হিসাবে যুক্ত হয়েছে জে-৩৫। রাশিয়ার কাছে রয়েছে সুখোই-৫৭।
বর্তমানে বিশ্বের খুব কম দেশের কাছেই স্টেলথ বিমান তৈরির প্রযুক্তি রয়েছে। আমেরিকা এফ-২২ রাপটর এবং এফ-৩৫ লাইটনিং টুতে এই প্রযুক্তি রয়েছে। চিনের হাতে জে-২০ পরে স্টেলথ বিমান হিসাবে যুক্ত হয়েছে জে-৩৫। রাশিয়ার কাছে রয়েছে সুখোই-৫৭।
advertisement
advertisement
advertisement