Courtney Tillia: লকডাউনে প্রাপ্তবয়স্কদের সাইটে ছবি বিক্রি, শিক্ষিকার উপার্জন এখন মাসে ৭৩ লাখ টাকা!

Last Updated:
Courtney Tillia- শিক্ষকতায় তিনি আর ফিরতে চান না। এত কম উপার্জনে সংসার চলে না। স্পষ্ট জানিয়েছেন তিনি।
1/5
প্রয়োজন মানুষকে অনেক কিছু করতেই বাধ্য করে। আর সেই প্রয়োজন যদি টাকার হয় তা হলে তো কথাই নেই। মানুষ এক্ষেত্রে ভাল-মন্দ, ঠিক-ভুল ভুলে যায় অনেক সময়। আমেরিকার এক শিক্ষিকার সঙ্গে ঠিক তেমনটাই হয়েছে। প্রয়োজনের তাগিদে তিনি নিজের পেশা ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করেছেন।
প্রয়োজন মানুষকে অনেক কিছু করতেই বাধ্য করে। আর সেই প্রয়োজন যদি টাকার হয় তা হলে তো কথাই নেই। মানুষ এক্ষেত্রে ভাল-মন্দ, ঠিক-ভুল ভুলে যায় অনেক সময়। আমেরিকার এক শিক্ষিকার সঙ্গে ঠিক তেমনটাই হয়েছে। প্রয়োজনের তাগিদে তিনি নিজের পেশা ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করেছেন।
advertisement
2/5
আমেরিকার লস অ্যাঞ্জেলস-এর শিক্ষিকা কর্টনি টিলিয়া (Courtney Tillia) ৬ বছর ধরে একটি স্কুলে পড়াতেন। বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সেই স্কুলে পড়িয়ে তাঁর আয় হত খুব কম। কর্টনির স্বামীও শিক্ষক। দুজনের উপার্জন এতটাই কম হচ্ছিল যে সংসার চালানো মুশকিল হয়ে পড়ত। তার উপর করোনা লকডাউন। শেষ পর্যন্ত কর্টনি একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
আমেরিকার লস অ্যাঞ্জেলস-এর শিক্ষিকা কর্টনি টিলিয়া (Courtney Tillia) ৬ বছর ধরে একটি স্কুলে পড়াতেন। বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সেই স্কুলে পড়িয়ে তাঁর আয় হত খুব কম। কর্টনির স্বামীও শিক্ষক। দুজনের উপার্জন এতটাই কম হচ্ছিল যে সংসার চালানো মুশকিল হয়ে পড়ত। তার উপর করোনা লকডাউন। শেষ পর্যন্ত কর্টনি একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
advertisement
3/5
কর্টনি প্রথমে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট দিতে শুরু করেন। কয়েকদিনে তাঁর ফলোয়ার লাখ ছাড়িয়ে যায়। এর পরই কর্টনি অ্যাডাল্ট সাবস্ক্রিপশন সাইট Onlyfans-এর ব্যাপারে জানতে পারেন।
কর্টনি প্রথমে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট দিতে শুরু করেন। কয়েকদিনে তাঁর ফলোয়ার লাখ ছাড়িয়ে যায়। এর পরই কর্টনি অ্যাডাল্ট সাবস্ক্রিপশন সাইট Onlyfans-এর ব্যাপারে জানতে পারেন।
advertisement
4/5
কর্টনি এর পরই Onlyfans-সাইটে ন্যুড ছবি দিতে শুরু করেন। গত এক বছরে তিনি ৭৩ লাখ টাকা উপার্জন করেছেন। কর্টনি নিজেও দুই সন্তানের মা। ফলে উপার্জনের জন্য এই পথ বেছে নেওয়ায় তাঁকে অনেক গালমন্দ হজম করতে হয়েছে। তবে নিজের নতুন পেশা নিয়ে কর্টনির মধ্যে কোনও আফসোস নেই। বরং তিনি বলছেন, আর কখনও শিক্ষকতায় ফিরতে চান না। বরং এই পেশায় থেকে তিনি অনেক বেশি টাকা উপার্জন করছেন।
কর্টনি এর পরই Onlyfans-সাইটে ন্যুড ছবি দিতে শুরু করেন। গত এক বছরে তিনি ৭৩ লাখ টাকা উপার্জন করেছেন। কর্টনি নিজেও দুই সন্তানের মা। ফলে উপার্জনের জন্য এই পথ বেছে নেওয়ায় তাঁকে অনেক গালমন্দ হজম করতে হয়েছে। তবে নিজের নতুন পেশা নিয়ে কর্টনির মধ্যে কোনও আফসোস নেই। বরং তিনি বলছেন, আর কখনও শিক্ষকতায় ফিরতে চান না। বরং এই পেশায় থেকে তিনি অনেক বেশি টাকা উপার্জন করছেন।
advertisement
5/5
কর্টনি জানিয়েছেন, তাঁর স্বামী তাঁকে এই পেশায় আসার ব্যাপারে সমর্থন করেছেন। এমনকী স্বামী অ্যাডাল্ট কনটেন্ট তৈরির ব্যাপারে তাঁকে অনেক সহায়তাও করেছেন। কর্টনি আরও জানিয়েছেন, এই পেশায় আসার জন্য তাঁকে অনেক খারাপ কথাও শুনতে হয়েছে। তবে তিনি সেসব আর পাত্তা দিচ্ছেন না।
কর্টনি জানিয়েছেন, তাঁর স্বামী তাঁকে এই পেশায় আসার ব্যাপারে সমর্থন করেছেন। এমনকী স্বামী অ্যাডাল্ট কনটেন্ট তৈরির ব্যাপারে তাঁকে অনেক সহায়তাও করেছেন। কর্টনি আরও জানিয়েছেন, এই পেশায় আসার জন্য তাঁকে অনেক খারাপ কথাও শুনতে হয়েছে। তবে তিনি সেসব আর পাত্তা দিচ্ছেন না।
advertisement
advertisement
advertisement