Nobel Peace Prize 2025: জল্পনাই সত্যি হল, নোবেল শান্তি পুরস্কার পেলেন না ট্রাম্প! এবার নারীশক্তির জয়, কে পেলেন পুরস্কার জানেন? শুনে চমকে উঠছে গোটা বিশ্ব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nobel Peace Prize 2025: পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’।
স্বপ্নভঙ্গ ডোনাল্ড ট্রাম্পের। অনেক চেষ্টা করেও নোবেল শান্তি পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বদলে এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। প্রকৌশলী থেকে রাজনীতিক বনে যাওয়া ৫৭ বছর বয়সী মাচাদো নিজের দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। এবার তাঁকে চিনবে গোটা বিশ্ব।
advertisement
advertisement
advertisement
নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সমর্থন রয়েছে রাশিয়ার৷ রুশ সরকার ঘনিষ্ঠ উরি উষাকভকে উদ্ধৃত করে এমনই দাবি করেছিল রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাস৷ কিন্তু সেই সমর্থনেও কোনও লাভ হল না। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম আজই ঘোষণা হওয়ার কথা ছিল৷ তা ঘোষণা হতেই বোঝা গেল, ট্রাম্প পাবেন না নোবেল শান্তি পুরস্কার।
advertisement
advertisement
advertisement
ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি আটটি সংঘাতের সমাধান করে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, তাঁকে কমিটি বেছে নেবে না, অন্তত এ বছরের জন্য। সুইডেনের আন্তর্জাতিক সম্পর্কবিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘তবে হয়ত পরের বছর? তখন হয়ত তাঁর নানা উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে পদক্ষেপের বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে।’ সেই জল্পনাই সত্যি হল।