মহাকাশে বিপজ্জনক বর্জ্য! ভারতের স্যাটেলাইট ধ্বংসকে 'মারাত্মক' বলল নাসা

Last Updated:
ভারতের যে লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস হল, সেই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তো মহাকাশেই থাকছে৷ ফলে অরবিটাল ডেবরিস বা অন্তরীক্ষ বর্জ্য আরও বেড়ে গেল৷ যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিজ্ঞানীদের জন্য অত্যন্ত বিপজ্জনক৷
1/6
আশঙ্কাই সত্যি হল৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল অপারেশন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
আশঙ্কাই সত্যি হল৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল অপারেশন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
advertisement
2/6
তারা ভারতের 'মিশন শক্তি'-কে 'খুব ভয়াবহ ব্যাপার' বলেই আখ্যা দিল নাসা৷ মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার চিন্তার বিষয় হল, ভারতের যে লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস হল, সেই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তো মহাকাশেই থাকছে৷
তারা ভারতের 'মিশন শক্তি'-কে 'খুব ভয়াবহ ব্যাপার' বলেই আখ্যা দিল নাসা৷ মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার চিন্তার বিষয় হল, ভারতের যে লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস হল, সেই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তো মহাকাশেই থাকছে৷
advertisement
3/6
ফলে অরবিটাল ডেবরিস বা অন্তরীক্ষ বর্জ্য আরও বেড়ে গেল৷ যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিজ্ঞানীদের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ তীব্র গতিতে ঘোরাঘুরি করা ওই বর্জ্য যে কোনও মুহূর্ত আঘাত হানতে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশনে৷ প্রাণহানির আশঙ্কা রয়েছে বিজ্ঞানীদের৷
ফলে অরবিটাল ডেবরিস বা অন্তরীক্ষ বর্জ্য আরও বেড়ে গেল৷ যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিজ্ঞানীদের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ তীব্র গতিতে ঘোরাঘুরি করা ওই বর্জ্য যে কোনও মুহূর্ত আঘাত হানতে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশনে৷ প্রাণহানির আশঙ্কা রয়েছে বিজ্ঞানীদের৷
advertisement
4/6
মহাকাশে বর্জ্য নিয়ে দীর্ঘ দিন ধরেই উদ্বিগ্ন মহাকাশ গবেষকরা৷ কারণ ওই বর্জ্যগুলি সবই মহাকাশে দ্রুত গতিতে চলাচল করে৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষার ৫ দিন পরে সোমবার নাসা-র বিজ্ঞানী জিম ব্রাইডেনস্টাইন কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের ধ্বংস হওয়া লো অরবিট স্যাটেলাইটটি গুঁড়িয়ে গিয়ে ৪০০টি ধ্বংসাবশেষ সৃষ্টি করেছে৷
মহাকাশে বর্জ্য নিয়ে দীর্ঘ দিন ধরেই উদ্বিগ্ন মহাকাশ গবেষকরা৷ কারণ ওই বর্জ্যগুলি সবই মহাকাশে দ্রুত গতিতে চলাচল করে৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষার ৫ দিন পরে সোমবার নাসা-র বিজ্ঞানী জিম ব্রাইডেনস্টাইন কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের ধ্বংস হওয়া লো অরবিট স্যাটেলাইটটি গুঁড়িয়ে গিয়ে ৪০০টি ধ্বংসাবশেষ সৃষ্টি করেছে৷
advertisement
5/6
ধ্বংসাবশেষগুলি আকারে বেশ বড় ও বিপজ্জনক৷ তাঁর কথায়, 'অবজেক্ট বা ধ্বংসাবশেষগুলি বেশ বড় আকারের৷ সহজেই ট্র্যাক করা যাচ্ছে৷ এখনও পর্যন্ত যতগুলি অবজেক্ট ট্র্যাক করা গিয়েছে, তা গড়ে ৬ ইঞ্চির বেশি আকারে বড়৷ ৬০টি ধ্বংসাবশেষের গতিবিধি চিহ্নিত করতে পেরেছে নাসা৷'
ধ্বংসাবশেষগুলি আকারে বেশ বড় ও বিপজ্জনক৷ তাঁর কথায়, 'অবজেক্ট বা ধ্বংসাবশেষগুলি বেশ বড় আকারের৷ সহজেই ট্র্যাক করা যাচ্ছে৷ এখনও পর্যন্ত যতগুলি অবজেক্ট ট্র্যাক করা গিয়েছে, তা গড়ে ৬ ইঞ্চির বেশি আকারে বড়৷ ৬০টি ধ্বংসাবশেষের গতিবিধি চিহ্নিত করতে পেরেছে নাসা৷'
advertisement
6/6
এরপরই ব্রাইডস্টাইন উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এটা অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছিই লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস করেছে ভারত৷ স্পেস স্টেশনের পক্ষে যা মারাত্মক আশঙ্কার৷ এটা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ ভারতের এই কীর্তি আমাদের উপর কী প্রভাব ফেলবে, তা মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া উচিত নাসা-র৷ হিউম্যান স্পেস ফ্লাইটের ভবিষ্যতের পক্ষেও এই ধরনের কাজ অত্যন্ত নিন্দাজনক ও বিপজ্জনক৷'
এরপরই ব্রাইডস্টাইন উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এটা অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছিই লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস করেছে ভারত৷ স্পেস স্টেশনের পক্ষে যা মারাত্মক আশঙ্কার৷ এটা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ ভারতের এই কীর্তি আমাদের উপর কী প্রভাব ফেলবে, তা মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া উচিত নাসা-র৷ হিউম্যান স্পেস ফ্লাইটের ভবিষ্যতের পক্ষেও এই ধরনের কাজ অত্যন্ত নিন্দাজনক ও বিপজ্জনক৷'
advertisement
advertisement
advertisement