বিশ্বের সব থেকে নোংরা বাড়ি। যে বাড়ির বাইরে ঘাস, আগাছায় ভরে গিয়েছে। সেই আগাছা ছাদ পর্যন্ত ছড়িয়েছে। বহু বছর ধরে কাটা হয়নি সেসব। ১৩ বছর আগের পাস্টিক, আবর্জনা এখনও সেই বাড়ির সিঁড়িতে ছড়িয়ে। এই বাড়িতে এক দম্পতি থাকতেন। তাঁদের মৃত্যুর পর কেউ আর এই বাড়ির তালা খুলে সেসব পরিষ্কার করেনি। ১৩ বছর ধরে এটো বাসন পড়ে রয়েছে রান্নাঘরে। চারপাশে আবর্জনায় ভরে গিয়েছে। এই বাথরুম দেখলে যে কেউ বমি করে ফেলতে পারেন। এতটাই নোংরা সেটা। গোটা বাড়ি আবর্জনায় ভর্তি। অনেকে তো বুঝতেই পারছেন না এত আবর্জনা এল কোথা থেকে! বাড়ির বেডরুমেও আবর্জনা ভর্তি। তবে সেসব আবর্জনা পরিষ্কার না করেই এবার বাড়িটিকে বিক্রির তোড়জোর শুরু করেছেন সেই দম্পতির সন্তান। ইউনাইটেড কিংডম (United Kingdom)-এর ডেভন-এর ফ্লাইমাউতে রয়েছে এই বাড়ি।