মর্মান্তিক! বাবার টি-শার্টের মধ্যে আশ্রয় নিয়েছে ২ বছরের মেয়ে, জলে ভেসে উঠল দু’জনের দেহ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্থানীয় সংবাদসংস্থা মাধ্যম জানিয়েছে মৃত ব্যক্তির নাম অস্কার অ্যালবার্তো৷ সংসার চালাতে অক্ষম অবস্থা ছিল তার৷ জুটছিল না শরণার্থী শিবিরে ঠাঁই৷ এল সাল্ভাদরের বাসিন্দা অস্কার নিজের সন্তানকে নিয়ে পাড়ি দেয় রিও গান্ডে নদীতে৷ ব্রাজিলের দিক থেকে সন্তানকে পৌঁছে দেন মার্কিন দিকে৷ কিন্তু শেষরক্ষা হল না...(AP Photo/Antonio Valladares)