Marriage Chaos: ৪৩ বছরে ১২ বার ডিভোর্স, প্রতিবার সরকারের মোটা আর্থিক সাহায্য! দম্পতির কাণ্ড চমকে দেবে
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Marriage Chaos: এই কাহিনিটি প্রায় অবিশ্বাস্য বলেই মনে হবে। অস্ট্রিয়া, ভিয়েনার এক বৃদ্ধ দম্পতি জানিয়েছেন যে, তারা গত ৪৩ বছরে একে অপরকে ১২ বার বিয়ে ও ডিভোর্স করেছেন। যা প্রথমে মনে হয়েছিল একটি দীর্ঘস্থায়ী প্রেমের রোমান্টিক কাহিনি, তা আসলে ছিল একটি আইনি ফাঁকফোকর থেকে সুবিধা নেওয়ার ঘটনা, যা অনেককেই অবাক করে দিয়েছে।
advertisement
advertisement
advertisement
অস্ট্রিয়ান আইনের অনুযায়ী, একা বাস করা একজন বিধবা ২৮,৩০০ ডলার (প্রায় ২৪ লাখ টাকা) সরকারের সহায়তা পাওয়ার অধিকারী। তবে বিষয়টি এমন যে, এই সহায়তা তখনই প্রদান করা হয় যখন একজন মহিলা তার স্বামীকে আইনি ভাবে ডিভোর্স দেন৷ এটাই কাজে লাগান এই দম্পতি৷ তারা বারবার একে অপরকে বিয়ে ও ডিভোর্স করে এই অর্থ পেতে সক্ষম হয়।
advertisement
advertisement
advertisement