তিন হাজার টাকা মিলবে ন্যুড ছবির জন্য, এই প্রস্তাবের পর যা করলেন বিদেশি মহিলা, রইল ছবি

Last Updated:
মহিলাও গ্রহণ করেন এই প্রস্তাব৷
1/6
সোশ্যাল মিডিয়ায় মিলল নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব৷ এমন প্রস্তাব লুফে নিলেন মহিলা৷ তিনি যা করলেন তা এককথায় অনবদ্য৷ Representative Image
সোশ্যাল মিডিয়ায় মিলল নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব৷ এমন প্রস্তাব লুফে নিলেন মহিলা৷ তিনি যা করলেন তা এককথায় অনবদ্য৷ Representative Image
2/6
এই ঘটনা ঘটল ট্যুইটারে৷ Lash_13 নামে রয়েছে মহিলার অ্যাকাউন্ট৷ তার সঙ্গে চ্যাট করছিলেন এক ব্যক্তি৷ তিনিই মহিলাকে নগ্ন ছবি পাঠানোর কথা বলেন৷ শুধু তাই নয়, নগ্ন ছবির জন্য টাকা দেওয়ার কথাও বলেন ওই ব্যক্তি৷ Representative Image
এই ঘটনা ঘটল ট্যুইটারে৷ Lash_13 নামে রয়েছে মহিলার অ্যাকাউন্ট৷ তার সঙ্গে চ্যাট করছিলেন এক ব্যক্তি৷ তিনিই মহিলাকে নগ্ন ছবি পাঠানোর কথা বলেন৷ শুধু তাই নয়, নগ্ন ছবির জন্য টাকা দেওয়ার কথাও বলেন ওই ব্যক্তি৷ Representative Image
3/6
এই ছবিগুলির জন্য ৩০ ইউরো বা প্রায় ৩হাজার টাকা দেওয়ার কথা মহিলাকে জানান তিনি৷ Photo Courtesy: Twitter
এই ছবিগুলির জন্য ৩০ ইউরো বা প্রায় ৩হাজার টাকা দেওয়ার কথা মহিলাকে জানান তিনি৷ Photo Courtesy: Twitter
4/6
মহিলাও গ্রহণ করেন এই প্রস্তাব৷ কিন্তু তারপর যা করলেন তিনি তা শুনলে অবাক হবেন৷ Photo Courtesy: Twitter
মহিলাও গ্রহণ করেন এই প্রস্তাব৷ কিন্তু তারপর যা করলেন তিনি তা শুনলে অবাক হবেন৷ Photo Courtesy: Twitter
5/6
ওই ব্যক্তির থেকে টাকা চেয়ে পাঠান ওই মহিলা৷ মেলেও টাকা৷ কিন্তু সেই টাকা যে ছবি পোস্ট করেন তিনি, তাতে ভীষণভাবে হতাশই হন ওই ব্যক্তি৷ Photo Courtesy: Twitter
ওই ব্যক্তির থেকে টাকা চেয়ে পাঠান ওই মহিলা৷ মেলেও টাকা৷ কিন্তু সেই টাকা যে ছবি পোস্ট করেন তিনি, তাতে ভীষণভাবে হতাশই হন ওই ব্যক্তি৷ Photo Courtesy: Twitter
6/6
মহিলা নিজের ছবি পাঠাননি৷ ওই টাকা দিয়ে খাবার কিনে নেন তিনি৷ সেই ছবিই পোস্ট করেন তিনি৷ এবং সঙ্গে তুলে ধরেন ওই ব্যক্তির সব নোংরা পোস্ট৷ Photo Courtesy: Twitter
মহিলা নিজের ছবি পাঠাননি৷ ওই টাকা দিয়ে খাবার কিনে নেন তিনি৷ সেই ছবিই পোস্ট করেন তিনি৷ এবং সঙ্গে তুলে ধরেন ওই ব্যক্তির সব নোংরা পোস্ট৷ Photo Courtesy: Twitter