বিশ্বজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা । তবে প্রবল গরম ইরাকে নতুন কোনও ঘটনা নয়, কিন্তু জুন মাসে নয়া রেকর্ড ছুঁয়ে ফেলেছে তাপমাত্রার হার ।
2/ 6
তাপমাত্রার নিরিখে প্রায় বিশ্বরেকর্ড গড়ার পথে কুয়েত ও সৌদি আরব । (Image: AFP)
3/ 6
রবিবার কুয়েতে তাপমাত্রা ছিল প্রায় ৬৩°সেলসিয়াস, সৌদি আরবে তাপমাত্রা ছিল প্রায় ৫৫° সেলসিয়াস,দাবি Gulf News এর । প্রচণ্ড গরমের সঙ্গী হয়েছে তাপপ্রবাহ ও আর্দ্রতাও ।
4/ 6
কাতার, বাহরেন ও সংযুক্ত আরব আমিরশাহীতেও প্রবল গরমে নাজেহাল মানুষ । আবহাওয়া দফতরের মতে প্রায় ৬৮° সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ।
5/ 6
আমিরশাহীর উপকূলীয় অঞ্চলে আরও বাড়তে পারে আর্দ্রতা । ধূলোর ঝড়ের সম্ভাবনার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
6/ 6
প্রবল গরমের কুয়েতে বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের চাহিদাও । প্রায় ১৪,৩৬০ মেগাওয়াট-গরমের সঙ্গে বিদ্যুতের চাহিদাতেও রেকর্ড গড়েছে কুয়েত।