#Yearender 2018: চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে নাচ, বছরভর #KikiChallenge-এ মশগুল নেটিজেনরা...
Last Updated:
advertisement
advertisement
তবে ড্রেক নিজে কিকি চ্যালেঞ্জ শুরু করেননি ৷ শুরু করেছিলেন নেট দুনিয়ার বিখ্যাত কমেডিয়ান শিগি ৷ ৩০ জুন শিগি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ড্রেকের গানের সঙ্গে তাঁকে নাচতে দেখা যায় ৷ #ShiggyChallenge বা #DoTheShiggy বলে তিনি হ্যাশট্যাগ দেন ৷ তবে আশ্চর্যের ব্যাপার তিনি কিন্তু গাড়ি থেকে ঝাপ দিয়ে নাচেননি ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement
কিন্তু এভাবে চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই পুলিশ বারবার সবাইকে সাবধান করতে থাকে ৷ কিকি চ্যালেঞ্জ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা থেকে বিরত করতে বার্তা দিতে থাকে পুলিশ। এই চ্যালেঞ্জই পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। ট্যুইট করে পুলিশ কিকি চ্যালেঞ্জ থেকে কমবয়সীদের বিরত রাখতে সোশ্যাল মিডিয়ায় অভিনব প্রচার শুরু করে। Photo Collected