Iran Israel War 2025: বিপদ বুঝেই হাত ছেড়ে পালিয়েছে চিন, পাশে নেই কেউ! ইজরায়েলের বিরুদ্ধে প্রবলভাবে কোনঠাসা ইরান!

Last Updated:
Iran Israel War 2025: ১৩ জুন ২০২৫-এ ইজরায়েল শক্তিশালী হামলা চালায় ইরানে। রাশিয়া ও চীনকে পাশে না পেয়ে ইরান একা পড়ে যায়। এই ঘটনায় ইরানের সামরিক ও পরমাণু শক্তির ক্ষতি হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় রদবদলের ইঙ্গিত মেলে, বিস্তারিত জানুন...
1/7
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের সংঘর্ষ এখন শুধু দুই দেশ নয়, সমগ্র বিশ্ব রাজনীতিকে থমকে দিয়েছে। ১৩ জুন ২০২৫ তারিখে ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে—এমন পরিস্থিতিতে ইরান ছিটকে পড়েছে বন্ধু দেশের তালিকা থেকে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের সংঘর্ষ এখন শুধু দুই দেশ নয়, সমগ্র বিশ্ব রাজনীতিকে থমকে দিয়েছে। ১৩ জুন ২০২৫ তারিখে ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে—এমন পরিস্থিতিতে ইরান ছিটকে পড়েছে বন্ধু দেশের তালিকা থেকে।
advertisement
2/7
ইরানের পুরনো বন্ধু রাশিয়া এখন নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যস্ত। ইউক্রেনে যুদ্ধ ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে, রাশিয়া আর ইরানের প্রতি পূর্ণ সমর্থন দিতে পারছে না। তারা এখন শুধু মৌখিক সমর্থন প্রকাশ করছে—যুদ্ধের সহায়তায় তারা নেই।
ইরানের পুরনো বন্ধু রাশিয়া এখন নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যস্ত। ইউক্রেনে যুদ্ধ ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে, রাশিয়া আর ইরানের প্রতি পূর্ণ সমর্থন দিতে পারছে না। তারা এখন শুধু মৌখিক সমর্থন প্রকাশ করছে—যুদ্ধের সহায়তায় তারা নেই।
advertisement
3/7
চিন এবং ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হলেও, বর্তমান সংকটের মুহূর্তে তারা কোনও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। চিন শুধু শান্তি ও স্থিতির আহ্বান জানিয়েছে—একদিকে দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতিতে ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তারা বারবার ব্যর্থ।
চিন এবং ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হলেও, বর্তমান সংকটের মুহূর্তে তারা কোনও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। চিন শুধু শান্তি ও স্থিতির আহ্বান জানিয়েছে—একদিকে দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতিতে ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তারা বারবার ব্যর্থ।
advertisement
4/7
তুরস্ক, সিরিয়া, লেবানন—ইরানের ঐতিহ্যগত সহযোগীরা এখন সকাল থেকে চুপ। সিরিয়া ও লেবাননের অবস্থাও সংকটজনক; হিজবুল্লাহসহ সংকটময় গ্রুপগুলো এখন প্রকাশ্যরূপে হবে না। অন্যদিকে, তুরস্ক-NATO সদস্য থাকায়, তারা ইরানের পাশে আসতে পারে না।
তুরস্ক, সিরিয়া, লেবানন—ইরানের ঐতিহ্যগত সহযোগীরা এখন সকাল থেকে চুপ। সিরিয়া ও লেবাননের অবস্থাও সংকটজনক; হিজবুল্লাহসহ সংকটময় গ্রুপগুলো এখন প্রকাশ্যরূপে হবে না। অন্যদিকে, তুরস্ক-NATO সদস্য থাকায়, তারা ইরানের পাশে আসতে পারে না।
advertisement
5/7
ইজরায়েল বুঝে নিয়েছে—ইরান একদম একা৷ তার উপর দেশে একাধিক সমস্যা৷ এখনই আঘাত করে আহত করাই সঠিক। যেমন ভাবা তেমন কাজ, ১৩ জুন ইজরায়েলের সেই ভয়ঙ্কর আক্রমণ ভালই আঘাত করেছে ইরানকে৷
ইজরায়েল বুঝে নিয়েছে—ইরান একদম একা৷ তার উপর দেশে একাধিক সমস্যা৷ এখনই আঘাত করে আহত করাই সঠিক। যেমন ভাবা তেমন কাজ, ১৩ জুন ইজরায়েলের সেই ভয়ঙ্কর আক্রমণ ভালই আঘাত করেছে ইরানকে৷
advertisement
6/7
যুক্তরাষ্ট্রও ইজরায়েলের এই পরিকল্পনাকে সহযোগীতা প্রদান করেছে। কারণ, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসন ইজরায়েলের উদ্যোগকে সমর্থন করে—আন্তর্জাতিকভাবে ইরানকে সহায়তা না দেওয়ার ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রও ইজরায়েলের এই পরিকল্পনাকে সহযোগীতা প্রদান করেছে। কারণ, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসন ইজরায়েলের উদ্যোগকে সমর্থন করে—আন্তর্জাতিকভাবে ইরানকে সহায়তা না দেওয়ার ঘোষণা করেছে।
advertisement
7/7
এখন ইরান কাছে লড়াইটা কার্যত একার, অস্তিত্ত্ব রক্ষার। রাশিয়া ও চিনও এখন শুধু পর্যবেক্ষক; অন্যরা দূরে সরে গেছে। তার উপরও স্ট্রাইক হয়েছে—এখন ইরানের অস্তিত্ব ও ভাবমূর্তি নতুন সঙ্কটে।
এখন ইরান কাছে লড়াইটা কার্যত একার, অস্তিত্ত্ব রক্ষার। রাশিয়া ও চিনও এখন শুধু পর্যবেক্ষক; অন্যরা দূরে সরে গেছে। তার উপরও স্ট্রাইক হয়েছে—এখন ইরানের অস্তিত্ব ও ভাবমূর্তি নতুন সঙ্কটে।
advertisement
advertisement
advertisement