প্রকাশ্যে সুদর্শন পরপুরুষের গালে স্ত্রীয়ের চুমু, পাশে দাঁড়িয়ে ‘বিমর্ষ’ স্বামী, উত্তাল ট্যুইটার

Last Updated:
জলবায়ু পরিবর্তন আর বিশ্ব অর্থনীতির বিষয় ছেড়ে ট্রুডো-মেলানিয়ার হাওয়ায় চুম্বন নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল ৷
1/5
উপস্থিত বিশ্বের তাবড় তাবড় নেতারা ৷ এমন মঞ্চে গোটা বিশ্বের সামনে সুদর্শন পরপুরুষের গালে চুমু এঁকে দিলেন স্ত্রী ৷ পাশেই দাঁড়িয়ে স্বামী ৷ এমন দৃশ্য দেখে উত্তাল ট্যুইটার ৷
উপস্থিত বিশ্বের তাবড় তাবড় নেতারা ৷ এমন মঞ্চে গোটা বিশ্বের সামনে সুদর্শন পরপুরুষের গালে চুমু এঁকে দিলেন স্ত্রী ৷ পাশেই দাঁড়িয়ে স্বামী ৷ এমন দৃশ্য দেখে উত্তাল ট্যুইটার ৷
advertisement
2/5
কথা হচ্ছে জি সেভেন সম্মেলনের মঞ্চে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চুম্বন নিয়ে ৷ সোমবার থেকে এই নিয়েই আলোড়ন সোশ্যাল মিডিয়ায় ৷ এই চুম্বনের গ্ল্যামারে ঢাকা পড়ে গিয়েছে সামিটের সমস্ত গুরুগম্ভীর আলোচনা ৷
কথা হচ্ছে জি সেভেন সম্মেলনের মঞ্চে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চুম্বন নিয়ে ৷ সোমবার থেকে এই নিয়েই আলোড়ন সোশ্যাল মিডিয়ায় ৷ এই চুম্বনের গ্ল্যামারে ঢাকা পড়ে গিয়েছে সামিটের সমস্ত গুরুগম্ভীর আলোচনা ৷
advertisement
3/5
ফ্রান্সের বিয়ারিটজে এই সম্মেলনের একদম শেষে জোটের বিশ্ব নেতারা ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়িয়েছিলেন গ্রুপ ফটোর জন্য । ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়াও। ছবি তোলার সময় ফার্স্ট লেডি মেলানিয়ার একদম পাশে চলে আসেন ট্রুডো ৷ সৌজন্যের খাতিরেই কানাডা প্রধানমন্ত্রীর গালে গাল ঘষে হাওয়ায় এঁকে দেন চুমু ৷
ফ্রান্সের বিয়ারিটজে এই সম্মেলনের একদম শেষে জোটের বিশ্ব নেতারা ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়িয়েছিলেন গ্রুপ ফটোর জন্য । ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়াও। ছবি তোলার সময় ফার্স্ট লেডি মেলানিয়ার একদম পাশে চলে আসেন ট্রুডো ৷ সৌজন্যের খাতিরেই কানাডা প্রধানমন্ত্রীর গালে গাল ঘষে হাওয়ায় এঁকে দেন চুমু ৷
advertisement
4/5
ইউরোপীয় প্রেস ফটো এজেন্সির এক আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে, স্বামী ট্রাম্পের হাত ধরেই মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ট্রুডোকে চুম্বন করতে যাচ্ছেন। একইসঙ্গে ক্যামেরায় ধরা পড়েছে ট্রাম্পের অদ্ভুত অভিব্যক্তি ৷ গম্ভীর মুখে মাথা নীচু করে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
ইউরোপীয় প্রেস ফটো এজেন্সির এক আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে, স্বামী ট্রাম্পের হাত ধরেই মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ট্রুডোকে চুম্বন করতে যাচ্ছেন। একইসঙ্গে ক্যামেরায় ধরা পড়েছে ট্রাম্পের অদ্ভুত অভিব্যক্তি ৷ গম্ভীর মুখে মাথা নীচু করে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
advertisement
5/5
জলবায়ু পরিবর্তন আর বিশ্ব অর্থনীতির বিষয় ছেড়ে ট্রুডো-মেলানিয়ার হাওয়ায় চুম্বন নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল ৷ ‘হ্যাসট্যাগ মেলানিয়ালাভসট্রুডো’ নামে চলছে ট্রোলও ৷
জলবায়ু পরিবর্তন আর বিশ্ব অর্থনীতির বিষয় ছেড়ে ট্রুডো-মেলানিয়ার হাওয়ায় চুম্বন নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল ৷ ‘হ্যাসট্যাগ মেলানিয়ালাভসট্রুডো’ নামে চলছে ট্রোলও ৷
advertisement
advertisement
advertisement