করোনা থেকে বাঁচাতে সদ্যোজাতদের মুখ ঢাকা হল এভাবে, বিশেষ ব্যবস্থা বিদেশের হাসপাতালে

Last Updated:
1/5
*করোনার প্রকোপের মধ্যেই যাদের সন্তান প্রসব হচ্ছে, তারা পড়েছেন মহা দুশ্চিন্তায়৷ একে তো হাসপাতালে প্রসবের জন্য এলে মায়ের যদি কোনও রকম সংক্রমণ হয়, বা তারপর সদ্যজাতের শরীরে করোনার জীবাণু৷ আপাতত এই চিন্তায় কপালে ভাঁজ গর্ভবতীদের৷Photo Copy: Paolo Hospital Samutprakarn
*করোনার প্রকোপের মধ্যেই যাদের সন্তান প্রসব হচ্ছে, তারা পড়েছেন মহা দুশ্চিন্তায়৷ একে তো হাসপাতালে প্রসবের জন্য এলে মায়ের যদি কোনও রকম সংক্রমণ হয়, বা তারপর সদ্যজাতের শরীরে করোনার জীবাণু৷ আপাতত এই চিন্তায় কপালে ভাঁজ গর্ভবতীদের৷Photo Copy: Paolo Hospital Samutprakarn
advertisement
2/5
*সেই ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা করল থাইল্যান্ডের এক হাসপাতাল৷ সেখানে সদ্যজাতদের মুখ ঢাকা হল এভাবে৷ এক ধরণের শিল্ড ব্যবহারের মাধ্যমে ফুটফুটে শিশুদের মুখ ঢেকে দেওয়া হল জন্মের পরই, যাতে কোনওভাবে তারা করোনা জীবাণুর সংস্পর্শে না আসে৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
*সেই ভয় কাটাতে বিশেষ ব্যবস্থা করল থাইল্যান্ডের এক হাসপাতাল৷ সেখানে সদ্যজাতদের মুখ ঢাকা হল এভাবে৷ এক ধরণের শিল্ড ব্যবহারের মাধ্যমে ফুটফুটে শিশুদের মুখ ঢেকে দেওয়া হল জন্মের পরই, যাতে কোনওভাবে তারা করোনা জীবাণুর সংস্পর্শে না আসে৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
advertisement
3/5
 *এই অভিনব ভাবনা চিন্তা করেছে থাইল্যান্ডের পাওলো হাসপাতাল৷ সেখান থেকে ছবি ভাইরাল হতেই গর্ভবতীরা বলছেন এমন ব্যবস্থা যেন হয় সব দেশেই৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
*এই অভিনব ভাবনা চিন্তা করেছে থাইল্যান্ডের পাওলো হাসপাতাল৷ সেখান থেকে ছবি ভাইরাল হতেই গর্ভবতীরা বলছেন এমন ব্যবস্থা যেন হয় সব দেশেই৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
advertisement
4/5
*এমনিতেই বয়স্কদের পাশাপাশি, গর্ভবতী মহিলাদেরও ঝুঁকি রয়েছে এই করনার প্রার্দুভাবে৷ তাই খুবই সচেতন থাকতে হচ্ছে তাদের৷ কোনও গর্ভবতী করোনা সংক্রমিত হলে, তার সন্তানের মধ্যে সেই সংক্রমণ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
*এমনিতেই বয়স্কদের পাশাপাশি, গর্ভবতী মহিলাদেরও ঝুঁকি রয়েছে এই করনার প্রার্দুভাবে৷ তাই খুবই সচেতন থাকতে হচ্ছে তাদের৷ কোনও গর্ভবতী করোনা সংক্রমিত হলে, তার সন্তানের মধ্যে সেই সংক্রমণ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ Photo Copy: Paolo Hospital Samutprakarn
advertisement
5/5
advertisement
advertisement
advertisement