‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ৷ এখনও পর্যন্ত ১৩৩ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছে বলে খবর ৷ ৪১২জনকে আটক করেছে পুলিশ ৷ যার জেরে রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছে ফ্রান্স সরকার ৷ পাশাপাশি আলোচনার মাধ্যমে গুরুতর সমস্যা সমাধানের আবেদন জানালেন ফ্রান্স সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভাক্স ৷
রবিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ এবং ইন্টেরিয়ার মিনিস্টারের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ৷ কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ? সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে ৷ সমস্যা একটাই, এই আন্দোলনের কোনও নেতা নেই ৷ তাই কীভাবে আলোচনার মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব ৷ সেই নিয়ে চরম সমস্যায় পড়েছে প্রশাসন ৷