বাড়িতে ঢুকে ১০০ জোড়া জুতো চুরি করলো আশ্চর্য শেয়াল ! জুতোপ্রেমী শেয়ালে মুগ্ধ নেটদুনিয়া !

Last Updated:
শেয়ালের ডেরা থেকে ১০০ জোড়া জুতো উদ্ধার করা হয়। যা দেখে সবাই অবাক। সকলে এই চোরের জুতোর প্রতি ভালবাসা দেখে মুগ্ধ।
1/5
রবীন্দ্র নাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' একটি বিখ্যাত কবিতা। সেই কবিতায় মজার ছলে জুতো আবিষ্কারকে তুলে ধরেছেন বিশ্বকবি। কিন্তু সেই জুতো আবিষ্কারেই কি আর থেমে আছে। নিত্য নতুন জুতোয় এখন বাজার ভরে গেছে। আর জুতো চুরি ! সে তো এক মহা বিস্ময় ! কারা এই জুতো চুরি করে তা নিয়ে হাজারো প্রশ্ন আছে। photo source twitter
রবীন্দ্র নাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' একটি বিখ্যাত কবিতা। সেই কবিতায় মজার ছলে জুতো আবিষ্কারকে তুলে ধরেছেন বিশ্বকবি। কিন্তু সেই জুতো আবিষ্কারেই কি আর থেমে আছে। নিত্য নতুন জুতোয় এখন বাজার ভরে গেছে। আর জুতো চুরি ! সে তো এক মহা বিস্ময় ! কারা এই জুতো চুরি করে তা নিয়ে হাজারো প্রশ্ন আছে। photo source twitter
advertisement
2/5
তবে মানুষ জুতো চুরি করেছে, এ না হয় মেনে নেওয়া যায় ! নিদেন পক্ষে একটা কুকুর জুতো নিয়ে গেছে তাও হয়। তাই বলে শিয়াল? সে কিনা জুতো চোর ! photo source twitter
তবে মানুষ জুতো চুরি করেছে, এ না হয় মেনে নেওয়া যায় ! নিদেন পক্ষে একটা কুকুর জুতো নিয়ে গেছে তাও হয়। তাই বলে শিয়াল? সে কিনা জুতো চোর ! photo source twitter
advertisement
3/5
হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনা ঘটেছে জার্মানিতে। সেই শেয়ালের সখ জুতো চুরি করে তা জমিয়ে রাখা। প্রতি রাতে সে বাড়িতে যত্ন করে চুরি করে জুতো। দু'পাটি জুতোয় সে নিয়ে গিয়ে যত্নে রেখে দেয় নিজের বাসায়। photo source twitter
হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনা ঘটেছে জার্মানিতে। সেই শেয়ালের সখ জুতো চুরি করে তা জমিয়ে রাখা। প্রতি রাতে সে বাড়িতে যত্ন করে চুরি করে জুতো। দু'পাটি জুতোয় সে নিয়ে গিয়ে যত্নে রেখে দেয় নিজের বাসায়। photo source twitter
advertisement
4/5
রোজ জুতো চুরি হওয়ায় সেখানকার মানুষরা ঝামেলা শুরু করেন ! চোর ধরতে ফাঁদ পাতা হয় সিসিটিভি ক্যামেরার। photo source twitter
রোজ জুতো চুরি হওয়ায় সেখানকার মানুষরা ঝামেলা শুরু করেন ! চোর ধরতে ফাঁদ পাতা হয় সিসিটিভি ক্যামেরার। photo source twitter
advertisement
5/5
আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে যায় শিয়াল চোর। শিয়ালের ডেরা থেকে ১০০ জোড়া জুতো উদ্ধার করা হয়। যা দেখে সবাই অবাক। সকলে এই চোরের জুতোর প্রতি ভালবাসা দেখে মুগ্ধ।photo source twitter
আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে যায় শিয়াল চোর। শিয়ালের ডেরা থেকে ১০০ জোড়া জুতো উদ্ধার করা হয়। যা দেখে সবাই অবাক। সকলে এই চোরের জুতোর প্রতি ভালবাসা দেখে মুগ্ধ।photo source twitter
advertisement
advertisement
advertisement