ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত বেইরুট, অর্থ সাহায্যের জন্য নিজের বিখ্যাত জিনিসটি নিলাম করছেন মিয়া খলিফা

Last Updated:
তাঁর প্রতিটি ফিল্মেই এই চশমা পরেই বারবার ধরা দিয়েছেন মিয়া
1/7
মঙ্গলবারের বিস্ফোরণে তছনছ লেবানন ৷ বিধ্বস্ত দেশের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা ৷
মঙ্গলবারের বিস্ফোরণে তছনছ লেবানন ৷ বিধ্বস্ত দেশের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা ৷
advertisement
2/7
অর্থ সংগ্রহের জন্য বিখ্যাত এই পর্নস্টার নিলামে তুলছেন তাঁর বিখ্যাত চশমাটিকে ৷
অর্থ সংগ্রহের জন্য বিখ্যাত এই পর্নস্টার নিলামে তুলছেন তাঁর বিখ্যাত চশমাটিকে ৷
advertisement
3/7
তাঁর প্রতিটি ফিল্মেই এই চশমা পরেই বারবার ধরা দিয়েছেন মিয়া ৷
তাঁর প্রতিটি ফিল্মেই এই চশমা পরেই বারবার ধরা দিয়েছেন মিয়া ৷
advertisement
4/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরমে বিধস্ত বেইরুটের পাশে দাঁড়াতে তাঁর চশমাটিকে তুলছেন নিলামে ৷ সংগৃহীত অর্থ তিনি রেড ক্রসের ত্রাণ তহবিলে দিতে চান
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরমে বিধস্ত বেইরুটের পাশে দাঁড়াতে তাঁর চশমাটিকে তুলছেন নিলামে ৷ সংগৃহীত অর্থ তিনি রেড ক্রসের ত্রাণ তহবিলে দিতে চান
advertisement
5/7
মাত্র ১১টি অ্যাডাল্ট ফিল্ম করেই পর্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিয়া খলিফা ৷ তবে এই ইন্ডাস্ট্রিকে মিয়া বিদায় জানিয়েছে অনেক আগেই, তবু কমেনি তাঁর অনুরাগীর সংখ্যা ৷
মাত্র ১১টি অ্যাডাল্ট ফিল্ম করেই পর্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিয়া খলিফা ৷ তবে এই ইন্ডাস্ট্রিকে মিয়া বিদায় জানিয়েছে অনেক আগেই, তবু কমেনি তাঁর অনুরাগীর সংখ্যা ৷
advertisement
6/7
লেবাননের রাজধানীতে মঙ্গলবার যে বিস্ফোরণ ঘটেছে, তা এককথায় ভয়াবহ ৷ ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে স্বপ্ন শহর বেইরুট। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে পড়া দরজা, জানালা, কাঁচ। ভেঙে গিয়েছে প্রচুর ঘর বাড়ির ছাদ, দেওয়াল। প্রায় ৫০ মাইল দূরেও এই বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে উঠেছে সকলে।
লেবাননের রাজধানীতে মঙ্গলবার যে বিস্ফোরণ ঘটেছে, তা এককথায় ভয়াবহ ৷ ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে স্বপ্ন শহর বেইরুট। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে পড়া দরজা, জানালা, কাঁচ। ভেঙে গিয়েছে প্রচুর ঘর বাড়ির ছাদ, দেওয়াল। প্রায় ৫০ মাইল দূরেও এই বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে উঠেছে সকলে।
advertisement
7/7
বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে গোটা দুনিয়াই হকচকিয়ে গিয়েছে ৷ ভিডিওতেই পরিষ্কার যে একটা নয়- পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার বেইরুটে ৷ বেইরুটের ওই বিস্ফোরণে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন ৩ লাখের বেশি লেবানিজ।
বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে গোটা দুনিয়াই হকচকিয়ে গিয়েছে ৷ ভিডিওতেই পরিষ্কার যে একটা নয়- পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার বেইরুটে ৷ বেইরুটের ওই বিস্ফোরণে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন ৩ লাখের বেশি লেবানিজ।
advertisement
advertisement
advertisement