Donald Trump: ডোনাল্ড ট্রাম্প কত বড় মিথ্যেবাদী! গোটা বিশ্বের সামনে প্রমাণ করে দিলেন এক দেশের কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট! কোন দেশ জানেন? কী মিথ্যা ধরা পড়ে গেল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Donald Trump: জোহানেসবার্গ থেকে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৪ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওটিকে ট্রাম্প শ্বেতাঙ্গ কৃষকদের হত্যার প্রমাণ হিসেবে তুলে ধরেন। তবে এতে বেশ কিছু অসত্য তথ্য রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে 'আচমকা'এক ভিডিও দেখিয়ে তাকে ‘হতচকিত’ করে দেন। ওই ভিডিওতে ট্রাম্প সাদা কৃষকদের ‘নির্যাতন’-এর অভিযোগ তুলে ধরেন, যা তিনি ‘গণহত্যা’ বলে দাবি করেন। কিন্তু সেই দাবি মিথ্যা বলেই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
advertisement
advertisement
advertisement
advertisement
ভিডিওতে থাকা রাজনীতিক দক্ষিণ আফ্রিকার সরকারেও নেই। একটি দৃশ্যে এক রাজনীতিককে বলতে দেখা যায়, ‘দক্ষিণ আফ্রিকানরা জমি দখল করে, সেটাই আমাদের পরিচয়।’ ট্রাম্প দাবি করেন, ‘এই লোকটি সরকারি কর্মকর্তা।’ তবে তিনি সরকারের কেউ নন। তিনি হলেন জুলিয়াস মালেমা, বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)-এর নেতা। গত নির্বাচনে ইএফএফ ৯.৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়েছিল এবং কখনই সরকারে আসেনি।
advertisement
advertisement
advertisement
advertisement
ছবিটি ফেব্রুয়ারির একটি ইউটিউব ভিডিও থেকে নেওয়া এবং যেখানে রয়টার্সের ফুটেজ ব্যবহৃত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষক ‘বহুলসংখ্যক’ খুন হন না বলেই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। ট্রাম্প দাবি করেন, ‘এদের বহু মানুষকে হত্যা করা হচ্ছে,’ এবং দেখান যে হাজার হাজার শ্বেতাঙ্গ কৃষক খুন হচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকায় কৃষক হত্যা কিছুটা ঘটলেও, তা দেশের সামগ্রিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে অল্পই। আফ্রিকানার লবিগ্রুপ আফ্রিফোরাম বলছে, ২০২৩ সালে এমন ৪৯টি হত্যাকাণ্ড ঘটেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দু’দেশের সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। এরইমধ্যে কিছু বিষয় নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার উপক্রম হয়। যদিও সরস মন্তব্যে তা সামলে নেন রামাফোসা।
advertisement
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘দুঃখিত, আপনাকে দেওয়ার মতো বিমান আমাদের কাছে নেই।’ সম্প্রতি কাতারের দেওয়া উপহারের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন রামাফোসা। তার উত্তরও হাসিমুখে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনার দেশ যদি মার্কিন বিমান বাহিনীকে উপহার দিত, তাহলে অবশ্যই গ্রহণ করতাম।’ সম্প্রতি পশ্চিম এশিয়া সফরে গিয়েছিলেন ট্রাম্প। দু’দেশের বন্ধুত্বকে অটুট রাখতে ট্রাম্পকে একটি বোয়িং ৭৪৭ বিমান উপহার দেয় কাতার। এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।