Donald Trump's New Tariff: মুখোশ খুলে গেল ট্রাম্পের! একই কাজের জন্য ভারতকে শাস্তি দিলেও চিনকে ছাড় দিচ্ছে আমেরিকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Donald Trump's New Tariff: চিন এবং আমেরিকা প্রতিদ্বন্দ্বীতা কারও অজানা নয়। পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কও খারাপ ছিল না। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ।
advertisement
advertisement
advertisement
অর্থাৎ ভারতের থেকে রাশিয়ার তেল বেশি কেনে চিন। কিন্তু চিনকে আরও শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। একই সিদ্ধান্ত নিয়েছে চিনও। এর আগে ১২ মে-ও শুল্ক নিয়ে দর কষাকষি ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল চিন এবং আমেকরিকা। ১২ মে-র আগে দুই দেশই শুল্ক নিয়ে খড়্গহস্ত হয়েছিল। এক পর্যায়ে আমেরিকা ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল চিনের উপর, পাল্টা চিনও ১২৫ শতাংশ শুল্ক চাপায়।
advertisement