ক্রমশও আরও ভয়াল হচ্ছে করোনার থাবা ৷ চিন ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস ৷ আক্রান্ত লাখ লাখ মানুষ ৷ সংক্রমণ রুখতে ঘরবন্দি ইতালি, ভারত সহ বিভিন্ন দেশ ৷ এ যাবৎ গোটা বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ ৫৭ হাজারেরও বেশি মানুষ ৷ এখনও করোনার নেই কোনও প্রতিষেধক ৷ এমন সময়েই চিকিৎসকেরা করোনা নিয়ে শোনাল আরও ভয়ঙ্কর সতর্কবাণী ৷ মৃত্যুভয়ই নয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোপ পড়ছে যৌনক্ষমতায় ৷ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে পুরুষাঙ্গ ৷ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে যেতে পারে চিরতরে ৷
প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুও ৷ হিসেব বলছে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ৷ করোনার থাবা এখন ভারতেও ৷ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ১১১ ৷ সম্প্রতি করোনা সংক্রমণকে অতিমারী বা প্যানডেমিক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ এমন সময়ে আরও বড় ভয়ালবাণী শোনাল চিকিৎসকেরা ৷ করোনা ভাইরাস থেকে সেরে উঠেও নিস্তার নেই ৷ আজীবনের মতো হয়ে যেতে পারে বড় ক্ষতি ৷