• ইতালিয় গবেষকরা বার্গামো প্রদেশের দূষিত বায়ু পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, ঠিক কতদূর যেতে পারে করোনা ভাইরাস। বেশ কয়েকটি পরীক্ষাতে দেখা গেল, দূষিত বায়ুর দূষণ কণার উপর ভর করে অনেকদূর পর্যন্ত যেতে পারে ভাইরাস
2/ 6
• ইউনিভার্সিটি অফ বলগানোর গবেষক লিওনার্দো সেত্তি দাবি করেছেন, দূষিত কণা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে কি না, তা এখন খতিয়ে দেখার সময় এসেছে।
3/ 6
• বিজ্ঞানীরা দেখেছেন, বেশিরভাগ দূষিত এলাকায় করোনা সংক্রমণের পরিমাণ বেশি। উত্তর ইতালিতে করোনা সংক্রমণের পরিমাণ অত্যন্ত বেশি। যে অঞ্চলকে ইতালির অন্যতম প্রধান দূষিত অঞ্চল হিসাবে ব্যখ্যা করা হয়।
4/ 6
• এর পাশাপাশি আরও দুটি গবেষণায় দাবি করা হয়েছে, দূষিত বায়ুর দূষণ কণার কারণে করোনা ভাইরাস ছড়িয়েও পড়তে পারে।
5/ 6
• এর আগে গবেষণায় প্রকাশ পেয়েছিল যে দূষিত বায়ু মাইক্রোবস বহনে সক্ষম। বার্ড ফ্লু জাতীয় রোগ ছড়িয়ে পড়াতে এই মাইক্রোবস ভূমিকা নিতে পারে বলেও জানান হয়েছিল।
6/ 6
• তবে বিজ্ঞানীরা এখনও বুঝতে পারছেন না, এই বায়ু বাহিত জীবানু করোনা সংক্রমণ ঘটতে সক্ষম কি না, কিন্তু তাঁরা জানেন ২০০৩ সালে সার্স ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দূষিত বায়ুর ভূমিকা ছিল।
দূষিত বায়ুতে করোনা ভাইরাসের উপস্থিতি, উড়ে যেতে পারে অনেকদূর, হুঁশিয়ারি বিজ্ঞানীদের
• ইতালিয় গবেষকরা বার্গামো প্রদেশের দূষিত বায়ু পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, ঠিক কতদূর যেতে পারে করোনা ভাইরাস। বেশ কয়েকটি পরীক্ষাতে দেখা গেল, দূষিত বায়ুর দূষণ কণার উপর ভর করে অনেকদূর পর্যন্ত যেতে পারে ভাইরাস
দূষিত বায়ুতে করোনা ভাইরাসের উপস্থিতি, উড়ে যেতে পারে অনেকদূর, হুঁশিয়ারি বিজ্ঞানীদের
• বিজ্ঞানীরা দেখেছেন, বেশিরভাগ দূষিত এলাকায় করোনা সংক্রমণের পরিমাণ বেশি। উত্তর ইতালিতে করোনা সংক্রমণের পরিমাণ অত্যন্ত বেশি। যে অঞ্চলকে ইতালির অন্যতম প্রধান দূষিত অঞ্চল হিসাবে ব্যখ্যা করা হয়।
দূষিত বায়ুতে করোনা ভাইরাসের উপস্থিতি, উড়ে যেতে পারে অনেকদূর, হুঁশিয়ারি বিজ্ঞানীদের
• তবে বিজ্ঞানীরা এখনও বুঝতে পারছেন না, এই বায়ু বাহিত জীবানু করোনা সংক্রমণ ঘটতে সক্ষম কি না, কিন্তু তাঁরা জানেন ২০০৩ সালে সার্স ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দূষিত বায়ুর ভূমিকা ছিল।