কুকুরের মাংসকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র কুকুর পোষার দিকেই নজর চিনের!

Last Updated:
1/6
▪️কুকুর থাকুক পোষ্য হিসেবে৷ কুকুরের মাংস যতই সুস্বাদু হোক বা বিস্তর চাহিদা থাকুক, তা খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে চিনের কৃষি মন্ত্রক৷ (Reuters Photo)
▪️কুকুর থাকুক পোষ্য হিসেবে৷ কুকুরের মাংস যতই সুস্বাদু হোক বা বিস্তর চাহিদা থাকুক, তা খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে চিনের কৃষি মন্ত্রক৷ (Reuters Photo)
advertisement
2/6
▪️তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে যে কুকুর হল মানুষের বন্ধুর মত৷ বিশ্বাস পোষ্য হিসেবেই কুকুরে খ্যাতি বিশ্বজুড়ে৷ চিন ছাড়া বিশ্বের কোনও প্রান্তেই কুকুরের মাংস খাওয়ার রীতি নেই৷ করোনার প্রকোপের পর তাই চিনেও কুকুরের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে শীঘ্রই৷
▪️তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে যে কুকুর হল মানুষের বন্ধুর মত৷ বিশ্বাস পোষ্য হিসেবেই কুকুরে খ্যাতি বিশ্বজুড়ে৷ চিন ছাড়া বিশ্বের কোনও প্রান্তেই কুকুরের মাংস খাওয়ার রীতি নেই৷ করোনার প্রকোপের পর তাই চিনেও কুকুরের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে শীঘ্রই৷
advertisement
3/6
▪️বিশেষজ্ঞরা মনে করছেন যে বাদুরের মাংস থেকে করোনা ভাইরাসের উৎপত্তি এবং তা থেকেই এই মারণ জীবাণু ছড়ায় মানুষের মধ্যে৷
▪️বিশেষজ্ঞরা মনে করছেন যে বাদুরের মাংস থেকে করোনা ভাইরাসের উৎপত্তি এবং তা থেকেই এই মারণ জীবাণু ছড়ায় মানুষের মধ্যে৷
advertisement
4/6
▪️সেই থেকে মাংস খাওয়ার ওপর বিধিনিষেধ জারি করতে চলেছে চিনা সরকার৷ কোন কোন পশুর মাংস খাওয়া হবে, কী থাকবে খাদ্য তালিকায় তা নিয়েই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি৷
▪️সেই থেকে মাংস খাওয়ার ওপর বিধিনিষেধ জারি করতে চলেছে চিনা সরকার৷ কোন কোন পশুর মাংস খাওয়া হবে, কী থাকবে খাদ্য তালিকায় তা নিয়েই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি৷
advertisement
5/6
▪️যার মধ্যে থাকছে গরু-ছাগল, শুয়োর, পোল্ট্রি এবং উটের মাংস৷ তবে ১৩ রকমের পশু যার মাংস এতদিন খাওয়ার চল ছিল চিনে তা এবার থেকে বন্ধ হতে চলেছে৷ যার মধ্যে রয়েছে অসট্রিচ, শেয়ালের মত পশু৷
▪️যার মধ্যে থাকছে গরু-ছাগল, শুয়োর, পোল্ট্রি এবং উটের মাংস৷ তবে ১৩ রকমের পশু যার মাংস এতদিন খাওয়ার চল ছিল চিনে তা এবার থেকে বন্ধ হতে চলেছে৷ যার মধ্যে রয়েছে অসট্রিচ, শেয়ালের মত পশু৷
advertisement
6/6
▪️যদিও দাবি করা হচ্ছে যে চিনে কুকুরে মাংসের প্রতি মানুষের লোভ কমেছিল এবং জনপ্রিয়তা হারিয়েছিল এই মাংস৷ আগেই সেচুয়ান প্রদেশে তা বন্ধ করা হয়েছিল৷ তবু জানা গিয়েছে যে গুয়াঝির উইলিনে প্রতিবছর জুন মাসে কুকুরে মাসের উৎসব চলত৷ তবে আপাতত নতুন নির্দেশের পর সেসব দিন অতীতের পথে৷
▪️যদিও দাবি করা হচ্ছে যে চিনে কুকুরে মাংসের প্রতি মানুষের লোভ কমেছিল এবং জনপ্রিয়তা হারিয়েছিল এই মাংস৷ আগেই সেচুয়ান প্রদেশে তা বন্ধ করা হয়েছিল৷ তবু জানা গিয়েছে যে গুয়াঝির উইলিনে প্রতিবছর জুন মাসে কুকুরে মাসের উৎসব চলত৷ তবে আপাতত নতুন নির্দেশের পর সেসব দিন অতীতের পথে৷
advertisement
advertisement
advertisement