‌করোনা, প্লেগ, তার পরেই চিনে থাবা বসাচ্ছে ডেঙ্গু!‌ জর্জরিত দেশ এখন দিশেহারা

Last Updated:
একের পর এক সংক্রামক রোগ!‌ আর কত লড়াই করা যায়?‌ এটাই বোধহয় ভাবছে চিনের প্রশাসন।
1/5
• যে দিন প্লেগ সংক্রমণের খবর এসেছিল, সেদিনই চিনে ধরা পড়ে নতুন ধরনের এক ডেঙ্গুর সংক্রমণ। আর তাই নিয়েই এখন চিন্তায় র‌য়েছে সে দেশ।
• যে দিন প্লেগ সংক্রমণের খবর এসেছিল, সেদিনই চিনে ধরা পড়ে নতুন ধরনের এক ডেঙ্গুর সংক্রমণ। আর তাই নিয়েই এখন চিন্তায় র‌য়েছে সে দেশ।
advertisement
2/5
• পূর্ব চিনের একটি শহরের থেকে ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার সেই আক্রান্ত ভর্তি হয়েছিলেন হাসপাতালে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, মশাবাহিত রোগের ওই রোগী আক্রান্ত।
• পূর্ব চিনের একটি শহরের থেকে ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার সেই আক্রান্ত ভর্তি হয়েছিলেন হাসপাতালে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, মশাবাহিত রোগের ওই রোগী আক্রান্ত।
advertisement
3/5
• মধ্য যুগে ব্ল্যাক ডেথ বলে পরিচিত প্লেগের যে বিশেষ ধরণ উত্তর চিনে দেখা গিয়েছিল, তাও ভয়ানক এক সংক্রামক ব্যাধি। সতর্ক করে বলা হয়েছিল, মহামারী হয়ে ওঠার ক্ষমতা এই প্লেগের আছে।
• মধ্য যুগে ব্ল্যাক ডেথ বলে পরিচিত প্লেগের যে বিশেষ ধরণ উত্তর চিনে দেখা গিয়েছিল, তাও ভয়ানক এক সংক্রামক ব্যাধি। সতর্ক করে বলা হয়েছিল, মহামারী হয়ে ওঠার ক্ষমতা এই প্লেগের আছে।
advertisement
4/5
• ডেঙ্গুও নিয়েও সম্প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে চিনের গুয়াংদে এলাকার স্থানীয় প্রশাসন। বলা হয়েছে গত ৫ জুন থেকে ওই ব্যক্তির চিকিৎসা চলছে।
• ডেঙ্গুও নিয়েও সম্প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে চিনের গুয়াংদে এলাকার স্থানীয় প্রশাসন। বলা হয়েছে গত ৫ জুন থেকে ওই ব্যক্তির চিকিৎসা চলছে।
advertisement
5/5
• একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে প্লেগ আর তারপর ডেঙ্গুর ভ্রুকুটি। সব মিলিয়ে চিনের প্রশাসনের এখন দিশেহারা অবস্থা নিজের দেশের পরিস্থিতি সামাল দিতে।
• একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে প্লেগ আর তারপর ডেঙ্গুর ভ্রুকুটি। সব মিলিয়ে চিনের প্রশাসনের এখন দিশেহারা অবস্থা নিজের দেশের পরিস্থিতি সামাল দিতে।
advertisement
advertisement
advertisement