1/ 5


• যে দিন প্লেগ সংক্রমণের খবর এসেছিল, সেদিনই চিনে ধরা পড়ে নতুন ধরনের এক ডেঙ্গুর সংক্রমণ। আর তাই নিয়েই এখন চিন্তায় রয়েছে সে দেশ।
2/ 5


• পূর্ব চিনের একটি শহরের থেকে ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার সেই আক্রান্ত ভর্তি হয়েছিলেন হাসপাতালে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, মশাবাহিত রোগের ওই রোগী আক্রান্ত।
3/ 5


• মধ্য যুগে ব্ল্যাক ডেথ বলে পরিচিত প্লেগের যে বিশেষ ধরণ উত্তর চিনে দেখা গিয়েছিল, তাও ভয়ানক এক সংক্রামক ব্যাধি। সতর্ক করে বলা হয়েছিল, মহামারী হয়ে ওঠার ক্ষমতা এই প্লেগের আছে।
4/ 5


• ডেঙ্গুও নিয়েও সম্প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে চিনের গুয়াংদে এলাকার স্থানীয় প্রশাসন। বলা হয়েছে গত ৫ জুন থেকে ওই ব্যক্তির চিকিৎসা চলছে।