পয়লা বৈশাখের উৎসবে রঙিন বাংলাদেশ

Last Updated:
শুধু এ রাজ্যে নয়, বাংলাদেশেও জমজমাটভাবে উদযাপন হচ্ছে নববর্ষ ৷ সকাল থেকেই প্রভাত ফেরি ৷ রবি ঠাকুরের গানের সঙ্গে পা মিলিয়ে গোটা বাংলাদেশে নতুন বছরের শুভ শুরুওয়াত ৷
1/4
শুধু এ রাজ্যে নয়, বাংলাদেশেও জমজমাটভাবে উদযাপন হচ্ছে নববর্ষ ৷ সকাল থেকেই প্রভাত ফেরি ৷ রবি ঠাকুরের গানের সঙ্গে পা মিলিয়ে গোটা বাংলাদেশে নতুন বছরের শুভ শুরুওয়াত ৷ কক্সবাজার থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ৷ আট থেকে আশি সবাই মেতে উঠেছে নতুন বছরের আগমণে ৷ তবে শুধু গান, নাচ, কবিতা নয়, খাবার পাতেও নতুন বছরের শুরুতে বাংলাদেশের মানুষের নানা মেন্যু ৷
শুধু এ রাজ্যে নয়, বাংলাদেশেও জমজমাটভাবে উদযাপন হচ্ছে নববর্ষ ৷ সকাল থেকেই প্রভাত ফেরি ৷ রবি ঠাকুরের গানের সঙ্গে পা মিলিয়ে গোটা বাংলাদেশে নতুন বছরের শুভ শুরুওয়াত ৷ কক্সবাজার থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ৷ আট থেকে আশি সবাই মেতে উঠেছে নতুন বছরের আগমণে ৷ তবে শুধু গান, নাচ, কবিতা নয়, খাবার পাতেও নতুন বছরের শুরুতে বাংলাদেশের মানুষের নানা মেন্যু ৷
advertisement
2/4
আট থেকে আশি নবর্বষের আনন্দে সবাই হাজির ৷ সুন্দর সেজে গুজে ১৪২৩-এর প্রথম দিনটাতে মেতে উঠেছে নতুন বছরের আনন্দে ৷
আট থেকে আশি নবর্বষের আনন্দে সবাই হাজির ৷ সুন্দর সেজে গুজে ১৪২৩-এর প্রথম দিনটাতে মেতে উঠেছে নতুন বছরের আনন্দে ৷
advertisement
3/4
মাথায় ফুল ৷ রঙিন শাড়ি ৷ আবিরের রঙে গোটা বাংলাদেশ যেন নতুন রঙে সেজে উঠেছে ৷ নতুন বছরের শুরুতে, পুরনো সব কিছুকে ভুলিয়ে একেবারে নতুন শুরু ৷
মাথায় ফুল ৷ রঙিন শাড়ি ৷ আবিরের রঙে গোটা বাংলাদেশ যেন নতুন রঙে সেজে উঠেছে ৷ নতুন বছরের শুরুতে, পুরনো সব কিছুকে ভুলিয়ে একেবারে নতুন শুরু ৷
advertisement
4/4
গান-বাজনা, নাচ, কবিতা ৷ বছরের শুরুটাই একেবারে অন্যরকম ৷ গোটা বছর যাতে ভালো করে কাটে ৷ তারই আশা নিয়ে বাংলাদেশে নতুন বছর উদযাপন৷
গান-বাজনা, নাচ, কবিতা ৷ বছরের শুরুটাই একেবারে অন্যরকম ৷ গোটা বছর যাতে ভালো করে কাটে ৷ তারই আশা নিয়ে বাংলাদেশে নতুন বছর উদযাপন৷
advertisement
advertisement
advertisement