ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে শেষে এই কাণ্ড! ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কোন নোংরা খেলায় মেতেছে শাহবাজের সরকার?

Last Updated:
এবার আন্তর্জাতিক আইন ভেঙে নয়াদিল্লির হাই কমিশন দফতরকে নিশানা করল ইসলামাবাদ।
1/7
তিনি প্রশ্ন তোলেন,
অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের সংঘর্ষে বেদম মার খেয়েছিল পাকিস্তান। এবার আন্তর্জাতিক আইন ভেঙে নয়াদিল্লির হাই কমিশন দফতরকে নিশানা করল ইসলামাবাদ। এ দেশের কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা বন্ধ করে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পাকিস্তান। এর ফলে দু'দেশের মধ্যে সংঘাতের পারদ আরও চড়ল।
advertisement
2/7
প্রসঙ্গত, এই ধরণের অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের চেয়ে বেশি বিপজ্জনক হয়। কারণ অগভীর ভূমিকম্প থেকে উৎপন্ন ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছানোর জন্য কম দূরত্বের হয়, যার ফলে ভূপৃষ্ঠে তীব্র কম্পন দেখা দেয় এবং অধিক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা থাকে।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রের মতো নানান প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ করেছে পাক সরকার। ফলে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে।
advertisement
3/7
দেশের বড় শহরগুলিতে ১৪ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দিল্লি: ৮৫৩ টাকা মুম্বই: ৮৫২.৫০ টাকা লখনউ: ৮৯০.৫০ টাকা পটনা: ৯৪২.৫০ টাকা হায়দরাবাদ: ৯০৫ টাকা ইন্দোর: ৮৮১ টাকা গাজিয়াবাদ: ৮৫০.৫০ টাকা
ইসলামাবাদে অবস্থিত হাই কমিশনের দফতর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন। এতদিন পর্যন্ত তা থেকেই রান্নার গ্যাস পেতেন ভারতীয় কূটনীতিকরা। কিন্তু, সেখানে তা ছেদ পড়েছে। ফলে বাজার থেকে চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। লোকসান হচ্ছে নয়াদিল্লির।
advertisement
4/7
তবে জলের সর্বাঙ্গীন ও সর্বোচ্চ বিশুদ্ধতার ক্ষেত্রে, কাচের বোতলই ফ্রিজে রাখার জন্য সবচেয়ে ভাল বিকল্প হতে পারে। যেহেতু কাচের বোতলে কোনও রাসায়নিক থাকে না, তাই জল সম্পূর্ণ টাটকা পরিষ্কার এবং সুস্বাদু থাকে।
শুধু গ্যাস নয়, পানীয় জলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে শরিফ সরকার। যে সংস্থা এতদিন ধরে পানীয় জল সরবরাহ করত তা বন্ধ করে দিয়েছে। ফলে, পানীয় জলও বাইরে থেকে কিনে খেতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের।
advertisement
5/7
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিকভাবে বৈঠক চলছে। কারণ তারা আশঙ্কা করছে যে ভারত এই সন্ত্রাসবাদীদের চিহ্নিতকরণ করে নিয়ে এই  ঘটনার প্রতিশোধ নিতে তাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে এই বিষয় নিয়ে৷ Photo- File
সূত্রের খবর ,পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে থাকা ভারতীয় কূটনীতিক এবং তাঁদের সদস্যদের উপর নজর রাখতে
advertisement
6/7
ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতায় মিলবে কি গতি? (Photo: Reuters)
আর এই বিষয়টা একদমই ভাল চোখে দেখছে না নয়াদিল্লি। এই বিষয় ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
advertisement
7/7
 আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে পাকিস্তানে ভারতের হাইকমিশন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে পারে ভারত।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে পাকিস্তানে ভারতের হাইকমিশন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে পারে ভারত।
advertisement
advertisement
advertisement