Yasmeena Ali on Taliban: ‘মহিলাদের হিজাবে রাখে যারা, তারাই হয়তো আমার ভিডিও দেখে...’ তালিবানদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য আফগান পর্ন তারকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Afghan Porn Star Yasmeena Ali: তালিবানরা মহিলাদের ধর্ষণ করলেও, সেটা নাকি কোনও অপরাধ নয় ৷ এদিকে মহিলাদের পোশাক কেমন হবে, সেটা ওরা ঠিক করে দেবে ৷ এমনটাই জানান ইয়াসমিনা ৷
মেয়েদের বুরখা বা হিজাবের আড়ালে রাখতেই তারা পছন্দ করেন ৷ বিশ্বাস করেন, মহিলাদের ভোগ করার ক্ষমতা শুধু তাদেরই রয়েছে ৷ তালিবানদের বাদে অন্য কোনও পুরুষের কাছে আফগান মহিলারা যেতে পারবেন না ৷ নিজেদের মুখ দেখাতে পারবেন না ৷ মহিলারা রাস্তায় বেরোলে সারা শরীরই যেন তাদের ঢাকা থাকে ৷ এই হল তালিবানি ফতোয়া ৷ তাদের আমলে এভাবেই বছরের পর বছর অত্যাচার সহ্য করে আসছেন আফগান মহিলারা ৷ সেই দেশেরই এক ‘পর্ন স্টার’, হ্যা শুনলে চমকে ওঠার মতোই ৷ নাম ইয়াসমিনা আলি শেয়ার করেছেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ৷ Photo Courtesy: Yasmeena Ali/Instagram Handle
advertisement
খুব কম আফগান মহিলারাই যা এতদিনে বলে উঠতে পেরেছেন ৷ মৃত্যুকে ভয় না পেয়ে তালিবানদের সত্যিটা সবার সামনে তুলে ধরেছেন ইয়াসমিনা ৷ জানিয়েছেন, তিনিই আফগানিস্তানের প্রথম ও একমাত্র পর্ন ছবির তারকা ৷ তাঁর আগে বা পরে কেউই এই কাজ করে ওঠার সাহস দেখাতে পারেননি ৷ কারণ এর পরিণতি সে দেশে ভয়ঙ্কর ! Photo Courtesy: Yasmeena Ali/Instagram Handle
advertisement
ওনলি ফ্যানস এবং পর্ন হাবে ইয়াসমিনের ‘হট’ ভিডিও বা ছবি প্রায়শই দেখা যায় ৷ পর্ন দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম তিনি ৷ সেই মহিলাই আদতে আফগানিস্তানের নাগরিক ৷ তবে বর্তমানে তাঁর ঠিকানা ব্রিটেন ৷ সে কারণেই সুখে নিজের মতো করে জীবন-যাপন করতে পারছেন ৷ নাহলে এতদিন তালিবরা হয়তো তাঁকে খুনই করে ফেলত বলে জানিয়েছেন ইয়াসমিনা ৷ Photo Courtesy: Yasmeena Ali/Instagram Handle
advertisement
advertisement
advertisement
advertisement