13 WEIRD TAXES: দাড়ি থেকে মূত্র ত্যাগ, সবেতেই কর! জানেন কি, বিশ্বের ১৩টি অদ্ভুত Tax-এর কথা?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বিশ্বে কর ব্যবস্থা অনেক পুরনো। রাজা-সম্রাটদের সময় থেকেই মানুষের উপরে কর আরোপ করা হয়। কিন্তু বিশ্বে এক সময় আএমন সমস্ত অদ্ভুত ট্যাক্স নেওয়া হত, যা ভাবলে অবাক হয়ে যাবেন। এই প্রতিবেদনে বিশ্বের তেমনই ১৩টি অদ্ভুত কর সম্পর্কে কথা বলব আমরা।
advertisement
স্তন কর- ScoopWhoop ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুসারে বলা যায়, ১৯ শতকের কেরলের ত্রাভাঙ্কুরে, নিম্নবর্ণের মহিলাদের তাদের স্তন ঢেকে রাখার জন্য স্তন কর দিতে হত। সেখানকার রাজা নারীদের স্তন ঢেকে থাকতে বাধ্য করেছিলেন। সেই সময় এই করের বিরুদ্ধে সরব হন নাখালি নামের এক মহিলা৷ নিজের একটি স্তন কেটে তিনি তুলে দেন রাজার হাতে। অতিরিক্ত রক্তরক্ষণে তিনি মারাও যান। তবে এই কাহিনির সত্যতা যাচাই করা যায় না। (ছবি: নিউজ 18)
advertisement
advertisement
advertisement
দাড়ির উপর কর- ১৭০৫ সালে রাশিয়ার রাজা পিটার দ্য গ্রেট সিদ্ধান্ত নেন যে, তিনি দাড়ির উপরেও কর বসাবেন। তাঁর রাজত্বকালে প্রত্যেক পুরুষকে নিয়মিত দাড়ি কামাতে হতো৷ তা না করলে দাড়ি বাড়তে থাকলে, তার উপরে বাড়তি কর দিতে হত তাঁকে। এই করের পিছনে যুক্তি হিসাবে বলা হয়েছিল, রাশিয়ার জনগণকে ইউরোপের মানুষের মতো আধুনিক হতে হবে৷ সাধারণ ভাবে বললে, মানুষ দাড়ি কামাবে না, তাই তাঁদের উপরে চাপ দিতেই ওই কর আরোপ করেছিলেন ওই সম্রাট। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হ্যাট ট্যাক্স- ১৭৮৪ সালে, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়াংগার দেশের ঋণ পরিশোধের জন্য টুপির উপর একটি হ্যাট ট্যাক্স আরোপ করেন। প্রতিটি টুপির ভিতরে একটি রাজস্ব স্ট্যাম্প লাগানো হয়েছিল। সরকার এই ট্যাক্সকে এত গুরুত্ব সহকারে নিত যে কেউ যদি স্ট্যাম্প অপসারণ বা জাল করার চেষ্টা করে বা ট্যাক্স দিতে এড়ায় তবে তার শাস্তি মৃত্যুদণ্ড হত। এটি ১৮১১ সালে বিলুপ্ত করা হয়েছিল। (প্রতিনিধিত্বমূলক ছবি: ক্যানভা)
advertisement
advertisement
advertisement