চিনা ক্যামেরার নজরদারি এড়িয়েই লাদাখে পাহাড় চূড়োর দখল নিল ভারতীয় সেনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিন প্রথম থেকেই ওই পর্বত চূড়োকে নিজেদের বলে দাবি করে আসছে৷ যাতে কৌশলগত ভাবে প্যাংগং লেকের গোটা দক্ষিণ অংশের উপরে তারা নজরদারি চালাতে পারে৷
advertisement
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এরকমই প্রচুর নজরদারি ক্যামেরা এবং সরঞ্জাম লাগিয়েছে চিনা সেনাবাহিনী৷ যাতে তারা নিজেদের এলাকা বলে যে জায়গাগুলিকে দাবি করছে, ভারতীয় বাহিনী তার কাছাকাছি গেলেই দ্রুত পদক্ষেপ করা যায়৷ প্যাংগং লেকের কাছে লুকনো এই পাহাড় চূড়োতেও ক্যামেরা বসানো হয়েছিল৷ তার পরেও চিনা নজরদারিকে ফাঁকি দিতে সক্ষম হয় ভারতীয় সেনা৷
advertisement
advertisement
advertisement
advertisement