প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লাদাখের পার্বত্য এলাকাগুলিতে শীতকালে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়৷
চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে৷ প্রতীকী ছবি
advertisement
বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা ছিল৷ প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement
প্যাংগং তাসো হ্রদ, ফিঙ্গার পয়েন্ট সহ লাদাখের অন্তত চারটি জায়গা থেকে এখনও চিনা বাহিনী সরেনি বলে সূত্রের খবর৷ এই সপ্তাহেই দুই দেশের বাহিনীর মধ্যে কমান্ডার স্তরের বৈঠক হতে পারে বলে আশাবাদী ভারত৷ এই এলাকাগুলি থেকে বাহিনীকে পিছিয়ে নেওয়া সম্পর্কে চিন রাজি হয় কি না, তার উপরেই অনেক কিছু নির্ভর করছে৷