চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই শক্তিবৃদ্ধি ভারতীয় সেনার, মহাশক্তিশালী ‘সারঙ্গ গান’-এর টেস্টিং সফল

Last Updated:
দেশের সেনা এই সারঙ্গকে নিজেদের বাহিনীতে নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত রয়েছে৷
1/6
ভারত ও চিনের মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর লাগাতর উত্তেজনা জারি রয়েছে৷ এরই মধ্যে ভারতীয় সেনা (Indian Army) এক বড় পরীক্ষা করে নিল৷ ভারতে সুরক্ষাকে আরও একটু বেশি শক্তিশালী করতে দারুণ কাজ করল ৷  Photo- News 18
ভারত ও চিনের মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর লাগাতর উত্তেজনা জারি রয়েছে৷ এরই মধ্যে ভারতীয় সেনা (Indian Army) এক বড় পরীক্ষা করে নিল৷ ভারতে সুরক্ষাকে আরও একটু বেশি শক্তিশালী করতে দারুণ কাজ করল ৷ Photo- News 18
advertisement
2/6
কয়েক মাস আগে থেকেই ভারতীয় সেনা দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে৷ এই পর্বেই মধ্যপ্রদেশের জব্বলপুরে এলপিআর রেঞ্জে সারঙ্গ গানের পরীক্ষা চলছিল৷ সেটা এখন সফল হয়েছে৷ এই সারঙ্গ দান ১৫৫ এমএম রেঞ্জের -যা মারাত্মক শক্তিশালী৷ Photo- Collected
কয়েক মাস আগে থেকেই ভারতীয় সেনা দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে৷ এই পর্বেই মধ্যপ্রদেশের জব্বলপুরে এলপিআর রেঞ্জে সারঙ্গ গানের পরীক্ষা চলছিল৷ সেটা এখন সফল হয়েছে৷ এই সারঙ্গ দান ১৫৫ এমএম রেঞ্জের -যা মারাত্মক শক্তিশালী৷ Photo- Collected
advertisement
3/6
ফ্যাক্টরির পিআর সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন - এই তোপের ইন্সপেকশনেক নোট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে৷ সেনা সবুজ সংকেত দিলেই এই তোপ তাদের হাতে তুলে দেওয়া হবে৷ এরপরেই সেটা সীমান্ত এলাকায় মোতায়েন করে দেওয়া হবে৷ এই ১৫৫ এমএম ৪৫ ক্যালিবার ৪০ কিলোমিটার মারণ ক্ষমতার অধিকারী৷ এই তোপ অন্ধকারেও নিশানায় লক্ষ্যভেদ করতে সক্ষম৷ Photo- Collected
ফ্যাক্টরির পিআর সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন - এই তোপের ইন্সপেকশনেক নোট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে৷ সেনা সবুজ সংকেত দিলেই এই তোপ তাদের হাতে তুলে দেওয়া হবে৷ এরপরেই সেটা সীমান্ত এলাকায় মোতায়েন করে দেওয়া হবে৷ এই ১৫৫ এমএম ৪৫ ক্যালিবার ৪০ কিলোমিটার মারণ ক্ষমতার অধিকারী৷ এই তোপ অন্ধকারেও নিশানায় লক্ষ্যভেদ করতে সক্ষম৷ Photo- Collected
advertisement
4/6
জব্বলপুরের এলপিআর রেঞ্জে এই অত্যন্ত উন্নতমানের কামানের পরীক্ষা লম্বা সময় ধরে চলছিল৷ বড় খবর এই যে জব্বলপুরের জিসিএফ যানে গান ক্যারেজ ফ্যাক্টরি আর বিএফজে  যানে ভেহিক্যল ফ্যাক্টরিতে এই কামানের আপগ্রেডেশনের কাজ চলছিল৷Photo- Collected
জব্বলপুরের এলপিআর রেঞ্জে এই অত্যন্ত উন্নতমানের কামানের পরীক্ষা লম্বা সময় ধরে চলছিল৷ বড় খবর এই যে জব্বলপুরের জিসিএফ যানে গান ক্যারেজ ফ্যাক্টরি আর বিএফজে যানে ভেহিক্যল ফ্যাক্টরিতে এই কামানের আপগ্রেডেশনের কাজ চলছিল৷Photo- Collected
advertisement
5/6
সামনের ৩ বছরে ৩০০ সারঙ্গ তোপ ভারতীয় সেনার জন্য বানানো হচ্ছে৷ প্রথমবারের জন্য ৭ টি সারঙ্গ তোপ ভারতীয় সেনাবাহিনীকে তুলে ধরা হবে৷ এই পরীক্ষণে কামানের বিপুল শক্তির পরীক্ষা হবে৷ এলপিআর রেঞ্জে এর পরীক্ষা হওয়ার পর এটিকে সফলের তকমা দেওয়া হয়েছে৷Photo- Collected
সামনের ৩ বছরে ৩০০ সারঙ্গ তোপ ভারতীয় সেনার জন্য বানানো হচ্ছে৷ প্রথমবারের জন্য ৭ টি সারঙ্গ তোপ ভারতীয় সেনাবাহিনীকে তুলে ধরা হবে৷ এই পরীক্ষণে কামানের বিপুল শক্তির পরীক্ষা হবে৷ এলপিআর রেঞ্জে এর পরীক্ষা হওয়ার পর এটিকে সফলের তকমা দেওয়া হয়েছে৷Photo- Collected
advertisement
6/6
দেশের সেনা এই সারঙ্গকে নিজেদের বাহিনীতে নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত রয়েছে৷ এর গুণগত মান ও ফায়ারিং স্কিলের পরীক্ষা হয়েছে৷ পরীক্ষার সময় সমস্ত মানে এটা সফল প্রমাণিত হয়েছে৷ Photo- Collected
দেশের সেনা এই সারঙ্গকে নিজেদের বাহিনীতে নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত রয়েছে৷ এর গুণগত মান ও ফায়ারিং স্কিলের পরীক্ষা হয়েছে৷ পরীক্ষার সময় সমস্ত মানে এটা সফল প্রমাণিত হয়েছে৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement